
‘ফ্রি ফায়ার’ খেলা নিয়ে দ্বন্দ্বে বন্ধুকে হত্যা
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২৩ । ০১:৪৩ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২৩ । ০১:৪৩
বাগেরহাট প্রতিনিধি

পিবিআইয়ের গাড়িতে গ্রেপ্তার ফেরদৌস
খুলনার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের দরিদ্র ভ্যানচালক সাব্বির শেখ। তেরখাদা ও পার্শ্ববর্তী মোল্লাহাট উপজেলায় ভ্যান চালাত সে। ভ্যান ঠিক করতে গিয়ে বছর দেড়েক আগে তার বন্ধুত্ব হয় মোল্লাহাট উপজেলার ছোট কচনা এলাকার এক কিশোর গ্যারেজ মেকানিকের সঙ্গে। দু'জনেই আসক্ত ছিল ফ্রি ফায়ার গেমে, খেলতও একসঙ্গে। এই গেমই এক বন্ধুর প্রাণ কেড়েছে, অপরজনকে করেছে হত্যাকারী।
সম্প্রতি দুই বন্ধুর মধ্যে একাধিকবার দ্বন্দ্ব হয় খেলা নিয়ে। বন্ধুর (১৭) সঙ্গে গেম খেলে হেরে যাওয়ায় সাব্বির (১৫) তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। এর প্রতিশোধ নিতে সাব্বিরের ভ্যান বিক্রি করে দেওয়ার কথা চিন্তা করে তার বন্ধু।চলতি মাসের ৯ জানুয়ারি দুপুরের দিকে বায়জিদ নামের একটি শিশুর মাধ্যমে সাব্বিরকে ডেকে আনে সে। পরে নিজের গ্যারেজের পেছনে থাকা কক্ষের একটি খাটের ওপর বসে দু'জন ফ্রি ফায়ার গেম খেলা শুরু করে। গেম খেলার এক পর্যায়ে ছেলেটি পেছন থেকে গামছা দিয়ে সাব্বিরের গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সুযোগ বুঝে সাব্বিরের ভ্যানটি কেটে ভাঙাড়ি হিসেবে বিক্রি করে দেয়। ওই রাতেই গ্যারেজের পার্শ্ববর্তী শেখ ওবায়দুর রহমানের গুদামের নিচে সে সাব্বিরের মরদেহ ফেলে নারায়ণগঞ্জ পালিয়ে যায়।
সাব্বির শেখ খুলনা জেলার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের শেখ বোরহানের ছেলে। সে নিখোঁজের দু'দিন পরে ১১ জানুয়ারি তেরখাদা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাঁর বাবা। ১৭ জানুয়ারি মোল্লাহাটের ছোট কচনার শেখ ওবায়দুর রহমানের গোডাউনের নিচ থেকে সাব্বিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। সাব্বিরের বাবা পরনের কাপড় দেখে ছেলেকে শনাক্ত করেন। ২৩ জানুয়ারি তেরখাদা থানায় হত্যা মামলা করেন তিনি। পরে মামলাটি পিবিআই তদন্ত করে।
গত রোববার বিকেলে বাগেরহাট পিবিআই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মেঘনা ব্রিজ এলাকা থেকে মেকানিক ছেলেটিকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার বিকেলে পিবিআই বাগেরহাট কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার ছেলেটি বাগেরহাট সদর থানার বাসিন্দা।
পিবিআই বাগেরহাটের পুলিশ সুপার আব্দুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্যারেজ মেকানিক ছেলেটি সাব্বিরকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com