রেসিপি

মজাদার টিফিন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২৩ । ১০:৫৫ | প্রিন্ট সংস্করণ

--

রোজ একই ধরনের টিফিন শিশুরা খেতে চায় না। স্বাদে বৈচিত্র্য আনতে মাঝেমধ্যে ভিন্ন কিছু তৈরি করুন। রেসিপি দিয়েছেন আলিফ রিফাত। ছবি তুলেছেন আমিনুর রহমান আজম


পালং পনির কাটলেট

উপকরণ :ভাপিয়ে নেওয়া পালং ১ কাপ, পনির কুচি ১ কাপ, চিকেন কিমা ১ কাপ, কাঁচামরিচ কুচি ২-৩টি, পেঁয়াজ কুচি ২টি, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, চাট মসলা ১ চা চামচ, দুধে ভেজানো পাউরুটি স্লাইস ৩-৪টি, ব্রেডক্রাম্ব প্রয়োজনমতো, ফেটানো ডিম ২টি, ময়দা প্রয়োজনমতো ও লবণ স্বাদ অনুযায়ী।

প্রস্তুত প্রণালি :ডিম, ময়দা ও ব্রেডক্রাম্ব ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে রাখতে হবে ১০-১৫ মিনিট। এবার কাটলেটের আকারে বানিয়ে নিন। প্রথমে ময়দায় গড়িয়ে তার পর ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্ব মাখাতে হবে। নরমাল ফ্রিজে ১০ মিনিট রেখে ডুবা তেলে ভাজতে হবে।



চিজ স্যান্ডউইচ


উপকরণ :পাউরুটি স্লাইস ৬/৮টা, ছানা ১ কাপ, মেয়োনেজ ১ কাপ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, টমেটো কেচাপ ১ টেবিল চামচ, গাজর মিহি গ্রেট করা ১ চা চামচ, ক্যাপসিকাম মিহি কুচি ১ চা চামচ, ভাজা তিল গুঁড়া ১ চা চামচ, চিনি-লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি :সব উপকরণ একসঙ্গে মাখতে হবে। এর পর পাউরুটিতে মাখিয়ে স্যান্ডউইচ মেকার বা তাওয়ায় ১ মিনিট সেঁকে নিন।



ব্রেড পিৎজা


উপকরণ :পাউরুটি ৪ পিস, মেয়োনেজ ১ কাপ, মোজারেলা চিজ ১ কাপ, পিৎজা সস বা টমেটো সস ১ কাপ, সসেজ কুচি পরিমাণমতো, গোলমরিচ গুঁড়া ১-২ চা চামচ, চিলি ফ্লেক্স সামান্য, অরিগ্যানো ১-২ চা চামচ, ক্যাপসিকাম গোল করে কাটা ৪ পিস, টমেটো গোল করে কাটা ৪ পিস।

প্রস্তুত প্রণালি :বেকিং ট্রেতে বাটার পেপার বিছিয়ে ৪ পিস পাউরুটি দিয়ে বর্গাকৃতি আকারের বানাতে হবে। এবার পাউরুটিতে মেয়োনেজ মাখাতে হবে। এর পর পরিমাণমতো সস দিয়ে তার ওপর কাটা ক্যাপসিকাম, টমেটো, চিকেন সসেজ সাজাতে হবে। এর পর সামান্য অরিগ্যানো ও স্বাদমতো চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া ছিটিয়ে আবারও চিজ দিয়ে প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রিতে ১৫-১৮ মিনিট বেক করতে হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com