মোট ২২০ শতাংশ লভ্যাংশ দিচ্ছে গ্রামীণফোন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২৩ । ১০:৫২ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২৩ । ১০:৫২

সমকাল প্রতিবেদক

দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ২০২২ হিসাব বছরের আর্থিক ফল প্রকাশ করেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানি ৯৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ পরিশোধ করেছে গ্রামীণফোন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে গতকাল এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গত বছর অবশ্য গ্রামীণফোনের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে। ইপিএস হয়েছে ২২ টাকা ২৯ পয়সা। ২০২১ সালে যা ছিল ২৫ টাকা ২৮ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ৩৬ টাকা ৯৪ পয়সা থেকে কমে ৩৪ টাকা ২২ পয়সা হয়েছে।

গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ সালে ১৫ হাজার ৪০ কোটি ৩৫ লাখ টাকা আয় করেছে কোম্পানি গ্রামীণফোন। আগের বছরের চেয়ে যা ৫ দশমিক ১ শতাংশ বেশি। বছরের দ্বিতীয়ার্ধে সিম বিক্রির ওপরে নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞার কারণে আগের বছরের তুলনায় ৫ শতাংশ কম গ্রাহক গ্রামীণফোন নেটওয়ার্কে যুক্ত হতে পেরেছেন। সব মিলিয়ে বছর শেষে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯১ লাখ।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে বাহ্যিক বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা সত্ত্বেও গ্রামীণফোন নিজেদের পারফরম্যান্সে উন্নতি বজায় রেখেছে এবং ধারাবাহিক প্রবৃদ্ধি নিয়ে বছর শেষ করেছে। ২০২২ সালের ২৯ জুন গ্রামীণের সিমকার্ড বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা বছরের দ্বিতীয়ার্ধে আমাদের গ্রাহক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। কম গ্রাহক নিয়ে বছর শেষ করলেও গ্রাহক অভিজ্ঞতার মানোন্নয়নে গুরুত্ব আরোপ করার ক্ষেত্রে আমাদের ধারাবাহিক প্রতিশ্রুতির ফলে, ডাটা ব্যবহার গত বছরের তুলনায় ৩৮ দশমিক ৮ শতাংশ বেড়েছে এবং ২০২২ শেষে ফোরজি ডাটা ব্যবহারকারী বেড়েছে ২৩ দশমিক ৬ শতাংশ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com