
সুপ্রীম কোর্টের ওয়েবসাইটের বাংলা সংস্করণ উদ্বোধন
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২৩ । ১৪:১৭ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২৩ । ১৪:২১
সমকাল প্রতিবেদক

বাংলাদেশ সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে বাংলা সংস্করণ চালু করা হয়েছে। ভাষার মাসের প্রারম্ভেই মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রীম কোর্টের ওয়েবসাইটের বাংলা সংস্করণের উদ্বোধন করেন। এখন থেকে একজন ব্যবহারকারী সুপ্রীম কোর্টের ওয়েবসাইটটি তার সুবিধামতো বাংলা ও ইংরেজি উভয় সংস্করণে দেখতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের ওয়েবসাইট একটি তথ্যবহুল, জনমুখী ও জনবান্ধব ওয়েব পোর্টাল। দেশের অপামর জনসাধারণ, বিচারপ্রার্থী, আইনজীবী, আইনের শিক্ষার্থী ও গবেষকসহ দেশ ও দেশের বাইরের যেকোন ব্যক্তি এই ওয়েবসাইট থেকে সুপ্রীম কোর্টের মামলা সংক্রান্ত ও অন্যান্য তথ্য পেতে পারেন। তবে, বাংলা সংস্করণ থাকায় অনেকেরই এই ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে বেগ পেতে হত। এই অবস্থা থেকে উত্তোরণের লক্ষ্যে মহান ভাষার মাসের প্রারম্ভেই এবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের বাংলা সংস্করণও চালু করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com