ভোট সুষ্ঠু করতে ৭ দফা দাবি বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী সমিতির

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২৩ । ১৯:৪৪ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২৩ । ১৯:৪৯

বরিশাল ব্যুরো

জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় - সমকাল

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাত দফা দাবি জানিয়েছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। 

বুধবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানিয়ে ফোরাম নেতারা বলেন, গত কয়েকবছর ধরে বরিশাল আইনজীবী সমিতিতে প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটের বুথ দখলে রাখছেন ক্ষমতাসীন দলের আইনজীবীরা। ভোটারদের ব্যালট দেখিয়ে ভোট দিতে বাধ্য করা হচ্ছে। এমনকি গোপন কক্ষে ভোট দিলেও বাক্সে ব্যালট পেপার ফেলার আগে তা খুলে তাদের দেখাতে হয়। ফলে নির্বাচন নিয়ে সাধারণ আইনজীবীরা আগ্রহ হারিয়ে ফেলেছেন। 

এসব ঘটনায় ফোরাম নেতারা এ বছর গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সাত দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো- সমিতির শহীদ আবদুর রব সেরনিয়াবাত ভবনের দোতলার হলরুম অথবা জেলা আদালত চত্বরে ভোটগ্রহণ; ভোটকক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন; নির্বাচনী বুথে অ্যানড্রয়েড ফোন নিষিদ্ধ; দুই জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ; কোনো দলের হেভিওয়েট নেতা ভোট দিতে গেলে তার সঙ্গে অন্য কারও নির্বাচনী কক্ষ প্রবেশ নিষেধ; নির্বাচনী কক্ষের দরজা-জানালা খোলা রাখা এবং সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক প্রার্থীদের একজন করে নির্বাচনী এজেন্ট নিয়োগ। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়বাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু। এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার শিরিনসহ অন্য আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, আগামী ৯ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন। বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত পৃথক দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com