সরকার কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত, মানুষ সেটা বুঝে গেছে: ডা. শাহাদাত

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২৩ । ২০:০৪ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২৩ । ২০:১৮

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম আদালত ভবনে লিফলেট বিতরণ করেন ডা. শাহাদাত হোসেন - সমকাল

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘বর্তমান সরকার বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার দ্বিতীয় স্থানে নিয়ে গেছে। সরকার কি পরিমাণ দুর্নীতি করলে একটি রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের মধ্যে দ্বিতীয় হয়, টিআইবির প্রতিবেদনের মাধ্যমে মানুষ সেটা বুঝে গেছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান অত্যন্ত লজ্জাজনক। আমরা বারবার বলে আসছি, এই সরকার একটি দুর্নীতিবাজ সরকার। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা।’

বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে আদালত ভবন এলাকায় আইনজীবী নেতাদের নিয়ে সমাবেশ সফলের লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। আগামী ৪ ফেব্রুয়ারি অন্যান্য বিভাগের মতো বিএনপির কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

ডা. শাহাদাত বলেন, জনগণের অর্থ লুটেপুটে খেয়েছে এই সরকার। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন জনগণের উন্নয়ন হবে না। তাই এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।' 

লিফলেট বিতরণকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট তারিক আহমেদ, অ্যাডভোকেট সাত্তার সারোয়ার, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, অ্যাডভোকেট হাসান আলী, অ্যাডভোকেট এসইউ নুরুল ইসলাম, অ্যাডভোকেট ইফতিকার মহসিন, অ্যাডভোকেট ছৈয়দুল আমিন, অ্যাডভোকেট এম আনোয়ারা হোসেন, অ্যাডভোকেট নেজাম উদ্দিন, অ্যাডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারুফ, অ্যাডভোকেট জাহিদ বিন রশিদ প্রমুখ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com