উন্নত রাষ্ট্র বিনির্মাণে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে: ঢাবি উপাচার্য

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২৩ । ২২:৪৬ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২৩ । ২৩:০৩

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শোভাযাত্রায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান - সমকাল

বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সবার মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, প্রত্যেক ধর্মেই মানব কল্যাণের জন্য কাজ করার কথা বলা হয়েছে। অসাম্প্রদায়িক, মানবিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সমাজে আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে জ্ঞানসমৃদ্ধ প্রজন্ম হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক ড. ফাজরীন হুদাসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে থাকছে সেমিনার, র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা, বাউল গান ও কনসার্ট। এর আগে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com