গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২৩ । ০৮:৫৪ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২৩ । ০৮:৫৪

গোপালগঞ্জ প্রতিনিধি

শান্ত আহমেদ (১৭)।

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত আহমেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরেক এসএসসি পরীক্ষার্থী শামিমুল সাকিব (১৭)। 

বুধবার রাতে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া-নড়াইল সড়কের মধুমতি সেতুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার উপপরিদর্শক (এস আই) রাজিব সরকার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নিহত শান্ত আহমেদ নড়াইল সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক আহমেদের ছেলে। আহত শামিমুল সাকিব একই উপজেলার মারিমুল ইসলামের ছেলে। তাকে আহত অবস্থায় ভাটিয়াপাড়া এসবি মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত একে অপরের বন্ধু। এ বছরের এসএসসি পরীক্ষার্থী তারা। 

উপপরিদর্শক রাজিব সরকার আরও জানান, দুই বন্ধু একটি মোটরসাইকেলে নড়াইল থেকে গোপালগঞ্জের দিকে আসছিলেন। এ সময় মোটরসাইকেলটি মধুমতি সেতু পার হয়ে টোল প্লাজার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে সাজোরে ধাক্কা মারে। এতে মোটরসাইকেল আরোহীরা মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাটিয়াপাড়া এসবি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে শান্ত মারা যায়। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com