
দেশের প্রথম পাতাল রেল নির্মাণকাজের উদ্বোধন আজ
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২৩ । ০৯:৫৯ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২৩ । ১০:১৯
অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার পরিবহন ব্যবস্থায় এরই মধ্যে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে মেট্রোরেল। এবার উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম পাতালরেলের নির্মাণকাজ। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করবেন।
৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে তৈরি হতে যাচ্ছে এই পাতালরেল। রূপগঞ্জের পীতলগঞ্জ থেকে শুরু হয়ে জোয়ারসাহারার নতুনবাজারে পাতালরেল যুক্ত হবে কমলাপুর-বিমানবন্দর মেট্রোরেলের রুটের সঙ্গে। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল যাবে মাটির নিচ দিয়ে। তবে পীতলগঞ্জ থেকে নতুনবাজার পর্যন্ত ৩০০ ফুট সড়কের ওপর দিয়ে যাবে রেললাইন।
এদিকে পাতালরেলের নির্মাণকাজ উদ্বোধন উপলক্ষে আজ রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে এক জনসভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। এরই মধ্যে জনসভার জন্য বিশাল এলাকাজুড়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল ও আকর্ষণীয় মঞ্চ। পূর্বাচল-রূপগঞ্জ এলাকার সড়ক-মহাসড়কে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রীর ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন-হোর্ডিং। সকাল ১১টায় প্রধানমন্ত্রী সড়কপথে সমাবেশস্থলে পৌঁছাবেন। বিকল্প হিসেবে হেলিপ্যাডও প্রস্তুত রাখা হয়েছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর বিভিন্ন থানা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আজ প্রধানমন্ত্রীর সমাবেশে ব্যাপক জনসমাগমের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও সমাবেশে যোগ দেবেন। রূপগঞ্জ থানা আওয়ামী লীগের নেতারা বলছেন, লক্ষাধিক লোকের সমাবেশ ঘটবে আজকের সমাবেশে। এককথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে এখন প্রস্তুত রূপগঞ্জবাসী। থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান ভূঁইয়া বলেন, সকাল ১০টার মধ্যে সবাইকে সমাবেশস্থলে প্রবেশের কথা জানানো হয়েছে। কারণ প্রধানমন্ত্রী ১১টায় সমাবেশে যোগ দেবেন। এরপর যাঁরা আসবেন তাঁদের আর মূল প্যান্ডেলে প্রবেশের সুযোগ থাকবে না। তাঁর মতে, সমাবেশস্থলের বাইরের রাস্তায়ও লোক ছড়িয়ে পড়বে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com