
ইডিএফের আকার কমাতে বাড়ল সুদের হার
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২৩ । ১০:৪৮ | প্রিন্ট সংস্করণ
সমকাল প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকে নতুনভাবে টাকায় গঠিত রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল থেকে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ দেবে ব্যাংক। অন্যদিকে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সুদহার বাড়িয়ে করা হয়েছে সাড়ে ৪ শতাংশ। বৈদেশিক মুদ্রার তহবিল নিরুৎসাহিত করে টাকার ঋণ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। গতকাল ইডিএফের সুদহার বাড়ানোর সার্কুলার জারি করা হয়।
আইএমএফের ৪ দশমিক ৭০ শতাংশ ঋণের অন্যতম শর্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাব আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তাতে করে ইডিএফে জোগান দেওয়া ৭ বিলিয়ন ডলারসহ বিভিন্ন তহবিলে দেওয়া ৮ দশমিক ৪০ বিলিয়ন ডলার বাদ দিতে হবে। এই হিসাব অনুসরণ করলে বর্তমানে যে ৩২ দশমিক ৩০ বিলিয়ন ডলার রিজার্ভ দেখানো হচ্ছে তা ২৪ বিলিয়ন ডলারের নিচে নামবে। যে কারণে ধীরে ধীরে ইডিএফের আকার কমিয়ে টাকা তহবিল থেকে ঋণ বাড়ানো হচ্ছে। আদায় সাপেক্ষে এরই মধ্যে ইডিএফের পরিমাণ ৭ বিলিয়নের নিচে নেমেছে।
ইডিএফ থেকে এতদিন ব্যাংকগুলো ২ দশমিক ৫০ শতাংশ সুদে তহবিল নিয়ে গ্রাহক পর্যায়ে ৪ শতাংশ সুদে বিতরণ করত। এখন থেকে ব্যাংকগুলোকে বার্ষিক ৩ শতাংশ সুদে অর্থ নিতে হবে। গ্রাহক পর্যায়ে বিতরণ হবে ৪ দশমিক ৫০ শতাংশ সুদে। গত ২০ জুলাইয়ের আগে এ তহবিল থেকে ২ শতাংশ সুদে ঋণ পেতেন রপ্তানিকারকরা। ২০ জুলাই ৩ শতাংশ এবং ১৩ নভেম্বর ৪ শতাংশ করা হয়। এখন আরেক দফা সুদহার বাড়ানো হলো।
অন্যদিকে, ইডিএফ কমলেও রপ্তানিকারকরা যেন অর্থায়নের সমস্যায় না পড়েন, সে জন্য গত ১ জানুয়ারি ১০ হাজার কোটি টাকার একটি রপ্তানি সহায়ক তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এখান থেকে ব্যাংকগুলো মাত্র ১ দশমিক ৫০ শতাংশ সুদে তহবিল নিয়ে গ্রাহক পর্যায়ে ৪ শতাংশ সুদে ঋণ দেবে। এর মানে টাকার ঋণ বিতরণে ব্যাংকগুলো সুদ মার্জিন বেশি পাবে। আবার গ্রাহক পর্যায়েও সুদহার হবে কম। এ তহবিল থেকে ঋণ বিতরণে এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ৪৯টি ব্যাংকের চুক্তি হয়েছে।
ইডিএফ থেকে রপ্তানিমুখী শিল্পের প্রয়োজনীয় উপকরণ আমদানির জন্য ঋণ দেওয়া হয়। মূলত তৈরি পোশাক, বস্ত্র ও প্লাস্টিক খাতের রপ্তানিকারকরা এ তহবিল থেকে ঋণ নেন। তুলা, সুতা, বিভিন্ন ধরনের কাঁচামাল আমদানির জন্য যা ব্যবহার করার কথা। রপ্তানি সহায়ক তহবিল থেকেও একই কারণে ঋণ দেওয়া হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com