
চলচ্চিত্র পুরস্কার নিয়ে বিতর্ক আগেও ছিল
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২৩ । ১২:১৬ | প্রিন্ট সংস্করণ
ইলিয়াস কাঞ্চন

রাষ্ট্র আমাকে অনেক সম্মাননা দিয়েছে। এবার পেয়েছি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা। আমার অভিনয় তাদের ভালো লেগেছে বলেই আমাকে এ ধরনের পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে। তবে আজীবন সম্মাননা পেলে একজন শিল্পী যতটুকু খুশি হন, ততটুক খুশি হতে পারিনি। মনের ভেতর খারাপ লাগা আছে। চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা একটি গুরুত্বপূর্ণ পুরস্কার।
কয়েক বছর ধরে লক্ষ্য করছি এটি যৌথভাবে দেওয়া হচ্ছে। এ ধরনের পুরস্কার যৌথভাবে দেওয়ার কোনো মানে নেই। ভাবছি কয়েক বছর পর আজীবন সম্মাননা দেওয়ার যোগ্য শিল্পীই খুঁজে পাওয়া যাবে না। জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বিতর্ক আগেও ছিল। সব সময়ই থাকে। এ নিয়ে সমালোচনার প্রয়োজন আছে বলে মনে করি না। দেশে অনেক যোগ্য শিল্পী আছেন, যাঁরা এ সম্মাননার যোগ্য। তাঁরা পাবেন না বিষয়টি এমন নয়। পরবর্তী সময়ে কোনো এক আসরে পাবেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com