স্মার্টফোন বিক্রিতে ভাটা

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

প্রযুক্তি প্রতিদিন ডেস্ক

ফাইল ছবি

২০২২ সালে চীনের স্মার্টফোন বিক্রি ১৩ শতাংশ কমেছে। মূলত আর্থিক মন্দার কারণে গ্রাহকরা এ খাতে ব্যয় আগের যে কোনো সময়ের তুলনায় কমিয়েছেন। বাজার গবেষণা সংস্থা আইডিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২১ সালে চীনে প্রায় ৩৩ কোটি স্মার্টফোন বাজারে পাঠানো হলেও গত বছর এ সংখ্যা ছিল ২৮ কোটি ৬০ লাখ। ২০২২ সালে মোট বিক্রি ২০১৩ সালের পর থেকে সর্বনিম্ন ছিল। দেশটিতে গত ১০ বছরের মধ্যে প্রথমবার বার্ষিক বিক্রয় ৩০ কোটির নিচে নেমে গেছে। চীনে ১৮.৬১৮.৬ শতাংশ বাজার দখলে রেখে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে শীর্ষে বিক্রীত ব্র্যান্ড ছিল ভিভো। এই ভিভোর বিক্রি গত বছর ২৫ শতাংশ কমেছে। যদিও দ্বিতীয় স্থানে রয়েছে অনার।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com