
শুটিং নিয়ে আসছে ফ্র্যাঞ্চাইজি লিগ
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২৩ । ১৩:৫৩ | প্রিন্ট সংস্করণ
সাখাওয়াত হোসেন জয়

হয়তো ক্রিকেট-ফুটবলের মতো জনপ্রিয় নয়, তবে এই খেলাটি থেকেই বিভিন্ন আন্তর্জাতিক গেমসে স্বর্ণ মিলেছে। আর যখনই দেশের পতাকা উজ্জ্বল করেছে শুটিং, তখনই কেবল অনেকে কৌতূহলী হয়েছেন টেকনিক্যাল এই খেলাটি ঘিরে। তবে এভাবে নয়, দেশের সম্ভাবনাময় এই খেলার প্রতি অ্যাথলেটদের আগ্রহ বাড়াতে, যতটা সম্ভব সহজ করে শুটিংকে সাধারণের মধ্যে জনপ্রিয় করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন।
ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বিপিএলের আদলেই শুটিংয়েও আসছে বিএসএল (বাংলাদেশ শুটিং লিগ)। দেশি-বিদেশি তারকা খেলোয়াড় এবং কোচদের নিয়ে এসে দেশের শুটিংয়ে একটি উৎসবের রং দিতে চাচ্ছে ফেডারেশন। সবকিছু এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও এপ্রিল-মে মাসে বাংলাদেশের শুটিংয়ের ইতিহাসে জমকালো এ লিগ আয়োজনে করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে বুধবার সমকালকে জানান ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু।
বিভাগগুলোর নামের পাঁচটি দল বানিয়ে তা ফ্র্যাঞ্চাইজিদের হাতে তুলে দেওয়া হবে। ব্যক্তিগত কোনো ইভেন্ট নয়, এয়ার পিস্তল এবং এয়ার রাইফেল দলগত বিভাগের লড়াই হবে গুলশানে অবস্থিত শুটিং রেঞ্জে। অনেক তারকার সঙ্গে শুটিং লিগের উদ্বোধনীতে অলিম্পিকে স্বর্ণজয়ী ভারতের অভিনব বিন্দ্রাকে আনারও পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ক্রিকেটের বিপিএল, হকির চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে শুটিংই হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করতে যাওয়া তৃতীয় ইভেন্ট।
এখানেও ক্রিকেটের মতো খেলোয়াড়দের ভিত্তিমূল্য যেমন থাকবে, তেমনি করে থাকবে বড় অঙ্কের প্রাইজমানিও। দুই সপ্তাহের এই ফ্র্যাঞ্চাইজি লিগে পাঁচটি দলকে লটারির মাধ্যমে নেবেন স্পন্সররা। অনেকটা অপরিচিত খেলা বলে স্পন্সরদের সুবিধার্থে খেলোয়াড়, কোচের তালিকাসহ পুরো প্যাকেজ তৈরি করে দেবে ফেডারেশন। ফ্র্যাঞ্চাইজিরাই সিদ্ধান্ত নেবে কাকে নেবে। 'আপাতত ট্রায়াল বেসিসে বাংলাদেশ শুটিং লিগ করছি আমরা। এটা অ্যাথলেট এবং কোচদের জন্যও ভালো হবে। আমাদের শুটিং ফেডারেশনের প্রচার, প্রসারের দরকার আছে। ভবিষ্যতে আমাদের স্পন্সর পাওয়ার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। যারা আজকে দল কিনবে, তাদের সঙ্গে চুক্তিটা হবে তিন বছরের'- বলেন ইন্তেখাবুল হামিদ অপু। শুটিংয়ের উন্নয়নের জন্যই এই উদ্যোগ। তাই ফ্র্যাঞ্চাইজি লিগে যাঁরা খেলবেন, অ্যাথলেটদের সব ইকুইপমেন্ট দেবে স্পন্সররা। ভবিষ্যতের জন্য শুটারদের অস্ত্র ও ড্রেসটা নতুন হয়ে যাবে।
শুটিংয়ের ফ্র্যাঞ্চাইজি লিগ খুব জনপ্রিয় জার্মানিতে। প্রতিবছর বড় এ লিগে ইউরোপের সঙ্গে ভারতের অ্যাথলেটরাও খেলতে যান সেখানে। সম্প্রতি ভারতও ছোট আকারে শুটিংয়ের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করেছে। বিএসএলের প্রথম আসরকে জনপ্রিয় ও আকর্ষণীয় করার জন্য শুটিংয়ের নিয়মেও পরিবর্তন আনছেন বলে জানান অপু, 'শুটিংয়ের নিয়ম হলো, ৬০ শট থাকে। এটা থাকবে। ফাইনাল খেলাটাকে আকর্ষণীয় করার জন্য আমরা নিয়মের একটা পরিবর্তন আনছি। মূলত ফাইনালটা ১ ঘণ্টা ২০ মিনিটে হয়। এত সময় কেউ ফাইনালটা দেখবে না, এটাকে ৩০ মিনিটের মধ্যে নিয়ে আসতে হবে। এই সময়ের মধ্যে গেমসটা শেষ করতে পারলে ফাইনালের উত্তেজনাও থাকবে।'
বিপিএলের মতো শুটিং লিগেও একজন করে আইকন থাকছেন। টপ গ্রেডের শুটার, যাঁরা আন্তর্জাতিক পদক পেয়েছেন, তাঁদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে পিস্তল এবং রাইফেলে প্রতিটি দলে থাকবেন। পিস্তল টিমে এবং রাইফেল টিমে সমান চারজন করে থাকবেন। এই চারজনের মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে বাধ্যতামূলক ইয়ুথ টিমের (১৬ বছরের মধ্যে) নিতে হবে দলগুলোকে।
শুটিং ফেডারেশন যে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম করছে, সেখানে ভালো স্কোর করা শুটারদের একটা তালিকা দেওয়া হবে পাঁচ স্পন্সরকে। তারাই চূড়ান্ত করবে কাকে কাকে নেবে। তৃণমূল থেকে ওঠে আসা শুটারদের সঙ্গে তারকা খেলোয়াড়দের ভিত্তিমূল্যর সঙ্গে দৈনিক ভাতাও থাকছে। এর সবই স্পন্সর ম্যানেজ হওয়ার পর নির্ধারণ করবে ফেডারেশন। তবে শুটিংয়ের সবচেয়ে বড় এ প্রতিযোগিতা আয়োজন করতে ৪ কোটি টাকার বাজেট ধরেছে দেশের শুটিংয়ের নিয়ন্ত্রক সংস্থা। যেহেতু ক্রিকেটের মতো ব্যয়বহুল নয়, তাই চূড়ান্ত না হলেও পাঁচটি করপোরেট প্রতিষ্ঠান নিশ্চিত করা কঠিন হবে না বলেই মনে করেন অপু।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com