
শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণে প্রভিশন কমল
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২৩ । ১৬:২৪ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২৩ । ১৬:২৪
সমকাল প্রতিবেদক

শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিতরণ করা ঋণের বিপরীতে সাধারণ নিরাপত্তা সঞ্চিতি (জেনারেল প্রভিশন) সংরক্ষণের হার কমিয়ে অর্ধেক করল বাংলাদেশ ব্যাংক। ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারকে দেওয়া নিয়মিত ঋণে সাধারণ প্রভিশনের হার করা হয়েছে ১ শতাংশ, যা এতোদিন ছিল ২ শতাংশ।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত সার্কুলার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। আগামী ৩০ মার্চ থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
কোনো একটি ঋণ বিতরণের সময়ই প্রকারভেদ অনুযায়ী নির্ধারিত হারে যে সঞ্চিতি রাখতে হয় তা সাধারণ প্রভিশন হিসেবে বিবেচিত। ঋণের প্রকারভেদ অনুযায়ী বর্তমানে শূন্য দশমিক ২৫ শতাংশ থেকে ২ শতাংশ প্রভিশন রাখার বাধ্যবাধকতা রয়েছে। অবশ্য পরবর্তী সময়ে কোনো ঋণ খেলাপি হলে শ্রেণী মান অনুযায়ী ২০ থেকে শতভাগ পর্যন্ত প্রভিশন রাখতে হয়। ব্যাংকের মুনাফা বা শেয়ারহোল্ডারদের যোগান দেওয়া তহবিল থেকে এটি রাখতে হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com