
শীতকালীন বাজার গরম করল চেলসি, ঢালল ৭ হাজার কোটি টাকা
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২৩ । ১৬:৫৩ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২৩ । ১৬:৫৩
স্পোর্টস ডেস্ক

চেলসির সঙ্গে চুক্তি করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো। ছবি: ফাইল
এর আগে চেলসি নিজেদের ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছিল ২০১৭-১৮ মৌসুমে। সেবার তারা খেলোয়াড় কিনতে ব্যয় করেছিল ২৬০.৫০ মিলিয়ন ইউরো। এতদিন দল বদলের বাজারে সেটাই ছিল তাদের সবচেয়ে বেশি খরচের মৌসুম।
এবার সেই রেকর্ডও ভাঙল। সব মিলিয়ে তারা ৬১১.৪৯ মিলিয়ন ইউরো ব্যয় করেছে। বাংলাদেশের মুদ্রায় যা ৭ হাজার কোটি টাকার বেশি।
শেষ বেলায় চেলসির চমক ছিল বেনফিকা থেকে এনজো ফার্নান্দেজকে কেনা। কাতার বিশ্বকাপে বল পায়ে দ্যুতি ছড়িয়ে বাজারদর অনেক ওপরে নিয়ে যান এই আর্জেন্টাইন।
এর পরই তাঁকে কেনার প্রস্তাব পাঠায় চেলসি। কয়েক দফায় মিটিং হয় বেনফিকার কর্তাদের সঙ্গে। শুরুতে চেলসি ১২০ মিলিয়ন ইউরো দেবে বলে বেনফিকাকে রাজি করায়। কিন্তু আলোচনার টেবিলে তারা নেয় ইউটার্ন। ১২০ মিলিয়ন ইউরো না দিয়ে বেনফিকাকে ৮০ থেকে ৮৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয়। তাতেই রেগে-মেগে উঠে যান পর্তুগালের ক্লাবটির কর্তারা।

এরপর কিছুদিন চুপ ছিল ব্লুজরা। শেষ পর্যন্ত শীতকালীন দল বদলের একেবারে শেষ সময়ে এসে আবার নতুন প্রস্তাব পাঠায় তারা। এবার আর গড়িমসি না করে শেষ দিনেই বেনফিকার চাওয়া মতো ১২১ মিলিয়নে হ্যাঁ বলে দেয়। তাতে যা হওয়ার হলো। আগের সব রেকর্ড তছনছ করে বেনফিকা ছেড়ে চেলসিতে নাম লেখালেন এনজো।
এনজোর জন্য চেলসির এত অপেক্ষার কারণও আছে। মাঝমাঠে দুর্দান্ত এক নাম এনজো। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ঝলক দেখান তিনি। হয়ে যান আসরের সেরা উদীয়মান খেলোয়াড়। এর পরই এনজোকে কিনতে দৌড়ঝাঁপ শুরু করে চেলসি। একে তো তাদের মালিকানা বদল হওয়ায় নতুন করে দল সাজাচ্ছে, তার ওপর তরুণদের প্রতি এবার বেশি বেশি ঝুঁকছে।
এনজোর আগে ফ্রান্সের ফোফানা, শাখতারের মুডরিককে রিক্রুট করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। এদিকে এনজোর দিকে নজর বেশি দিতে গিয়ে বড় একটা ভুলই করে বসে চেলসি। হাকিম জিয়াশকে পিএসজিতে পাঠিয়ে কাগজপত্র সময়মতো আর দিতে পারেনি তারা।

বুধবার ছিল ইংল্যন্ড ও ফ্রান্সের দল বদলের শেষ দিন। জিয়াশ পিএসজিতে যাবেন এটা আগেই ঠিকঠাক হয়ে যায়। কিন্তু তাঁকে প্যারিসে পাঠিয়ে চেলসি এই সম্পর্কিত কাগজপত্র সেখানে দিতে পারেনি। এ জন্য লিগ ওয়ানের ক্লাবটি চেলসিকেই দুষছে।
সময়টা ভালো যাচ্ছে না চেলসির। এবার প্রিমিয়ার লিগে সেরা পাঁচে দূরে থাক, উল্টো দশে পড়ে আছে তারা। নিজেদের ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা কোচ থমাস টুখেলও নেই। যাঁর হাত ধরে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল দলটি।
সব মিলিয়ে খুবই বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আর সেখান থেকে বের হতেই একের পর এক নতুন খেলোয়াড় টেনেছে এবার। তাদের নিয়ে এ বছর আবার দলটাকে ঢেলে সাজাতে চায় স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com