সংঘবদ্ধ চোরচক্রের নয় সদস্য গ্রেপ্তার, ১১ মোটরসাইকেল উদ্ধার

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২৩ । ১৮:২৭ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২৩ । ১৮:৩১

কুমিল্লা প্রতিনিধি

চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার চক্রের সদস্যরা - সমকাল

কুমিল্লায় অভিযানে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত দুই দিনের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. আবদুল মান্নান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মতিউল ইসলাম, ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়াসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার নয়জন হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের মো. শাকিব, মো. সৈকত, কলেজপাড়া এলাকার আল আমিন, লালমাই উপজেলার দন্তপুর গ্রামের মো. শাহদাত হোসেন, একই গ্রামের মো. রিপন, আদর্শ সদর উপজেলার বালুতুপা সর্দার বাড়ির মো. রাকিবুল হাসান ওরফে রিয়াদ, মো. আজাদ হোসেন ওরফে আবাদ, নুরপুর দক্ষিণ পাড়ার মো. মাসুদ এবং একই উপজেলার রামচন্দ্রপুর মালু মাষ্টার বাড়ীর মো. সায়মন।

পুলিশ সুপার বলেন, জেলার বিভিন্ন উপজেলায় মোটরসাইকেল চোর চক্রের একটি বড় সিন্ডিকেট রয়েছে এমন খবরে বিশেষ অভিযান পরিচালনা করে চোরচক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এসপি বলেন, চক্রটি বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করার পর তাদের সদস্যদের মাধ্যমে দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় এবং পাশের দেশে বিক্রয় ও পাচার করে থাকে। এসব মোটরসাইকেল পাচার করে তারা টাকার বদলে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য নিয়ে আসে। পরে এসব মাদক তারা জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।

ডিবির ওসি রাজেশ বড়ুয়া সমকালকে জানান, গ্রেপ্তার নয়জনের মধ্যে ছয় জনের বিরুদ্ধেই বিভিন্ন অভিযোগে অন্তত ২৫টি মামলা রয়েছে। তিনি বলেন, দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com