
খুলনায় ব্যবসায়ী মিলন হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২৩ । ১৮:৪৬ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২৩ । ১৮:৪৬
খুলনা ব্যুরো

গ্রেপ্তার মো. হাবিব মোল্লা - সমকাল
খুলনার ফুলতলার আলোচিত ব্যবসায়ী মিলন ফকির হত্যা মামলায় মো. হাবিব মোল্লা (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ১২টার দিকে ডুমুরিয়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাবিব মোল্লা ফুলতলা উপজেলার তাজপুর গ্রামের আহমদ আলী মোল্লার ছেলে। বৃহস্পতিবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ খুলনার লেফটেন্যান্ট কমান্ডার এম সারোয়ার হুসাইন এসব তথ্য জানান।
তিনি জানান, গত ৩০ জানুয়ারি সকালে ফুলতলার জামিরা রোডের মা টেলিকম অ্যান্ড কনফেকশনারির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন মিলন ফকির। এ সময় একটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা দোকানের সামনে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মিলন ফকির মারা যান। এ ঘটনায় তার স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে ফুলতলা থানায় হত্যা মামলা দায়ের করেন।
লেফটেন্যান্ট কমান্ডার এম সারোয়ার হুসাইন জানান, বুধবার রাতে র্যাব-৬-এর একটি আভিযানিক দল ডুমুরিয়ার শাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামি মো. হাবিব মোল্লাকে গ্রেপ্তার করে। তাকে ফুলতলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র্যাবের এই কমকর্তা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com