
হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ সিইসির
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২৩ । ১৮:৫৯ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২৩ । ১৯:১০
বগুড়া ব্যুরো

বগুড়া-৪ আসনে উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার সমকালকে এ তথ্য জানিয়েছেন বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহামুদ হাসান।
তিনি বলেন, হিরো আলম ফলাফল নিয়ে অভিযোগ করে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। বিষয়টি সিইসি জানতে পেরে সকালে আমাকে ফোন করে অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ফলাফলের সব কপি ঢাকায় পাঠাতে বলেছেন।
হিরো আলমকে মিষ্টিমুখ করাচ্ছেন সহকারী রিটার্নিং অফিসার মাহামুদ হাসান।-সমকাল
মাহামুদ হাসান বলেন, আমরা আবারও ফলাফল যাচাই করে দেখেছি সব ঠিক আছে। হিরো আলম আজ নির্বাচনের ফলফলের কপির জন্য অফিসে এসেছিলেন। তাকে ইভিএম মেশিনের ফলাফলের কপি ও কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সই করা ফলাফলের কপি দেওয়া হয়েছে।
এর আগে দুপুরে বগুড়া-৪ আসনে উপনির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রের ফলাফল নিতে জেলা নির্বাচন অফিসে যান হিরো আলম। এসময় তাকে মিষ্টিমুখ করান সহকারী রিটার্নিং অফিসার মাহামুদ হাসান।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com