বরিশালে গণসমাবেশ সফল করতে চলছে বিএনপির প্রস্তুতি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২৩ । ১৯:১২ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২৩ । ১৯:১২

বরিশাল ব্যুরো

গণসমাবেশ সফল করতে বিএনপি নেতাদের লিফলেট বিতরণ। ছবি: সমকাল

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে গণসমাবেশস্থল নগরীর জিলাস্কুল মাঠে শুরু হয়েছে মঞ্চ নির্মাণের কাজ। দুপুরে মঞ্চ নির্মাণকাজ ও জিলা স্কুল মাঠ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। 

এদিকে বিকেলে বিএনপির কেন্দ্রীয় সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের বাসভবনে বরিশাল দক্ষিণ ও উত্তর এবং মহানগর বিএনপির এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন ও সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান অংশ নেন। এতে বরিশাল মহানগরসহ ১০ উপজেলা এবং বিভাগের ৫ জেলা থেকে কর্মী-সমর্থকরা কীভাবে সমাবেশে যোগ দেবেন সে বিষয়ে আলোচনা হয়। 

এ ছাড়া দুপুরে জিলা স্কুল মাঠ এবং মঞ্চ নির্মাণকাজ পরিদর্শনে যান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন খান, মেজবাহ উদ্দিন ফরহাদ ও এবায়দুল হক চাঁন। 

বরিশাল বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, সমাবেশের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সড়ক ও নৌপথে নেতাকর্মীরা সমাবেশে আসবেন। আশা করি, প্রত্যাশার চেয়ে বেশি জনসমাগম হবে। 

এদিকে সমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে বিএনপির পক্ষ থেকে প্রচারণা ও গণসংযোগ চালানো হচ্ছে। এ লক্ষে প্রতিদিন বরিশাল নগরের প্রতিটি ওয়ার্ড এবং বিভাগের সব জেলা ও উপজেলায় নেতা-কর্মীরা লিফলেট বিতরণসহ প্রস্তুতি সভার আয়োজন করছেন। সমাবেশ সফল করতে বৃহস্পতিবার বরিশাল মহানগরের সদর রোড, পুলিশ লাইনস সড়ক, জিলা স্কুল মোড়, গির্জামহল্লা ও ফজলুল হক এভিনিউ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মহানগর এবং দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব মীর জাহিদুল কবির প্রমুখ। 

উল্লেখ্য, নেতাকর্মীদের মুক্তি, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে বরিশালে ৪ ফেব্রুয়ারি বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। জিলা স্কুল মাঠে বিকেল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। 


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com