তথ্যমন্ত্রীর বাবা নুরুচ্ছফা তালুকদারের মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২৩ । ১৯:২৮ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২৩ । ১৯:২৮

সমকাল প্রতিবেদক

তথ্যমন্ত্রীর বাসায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি-সমকাল

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বৃহত্তর চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ্ব অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ আছর ঢাকায় তার বড় ছেলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের মিন্টো রোডের বাসভবনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি একই সময় মরহুমের শহর চট্টগ্রামের মৌসুমী এলাকার আলিফ মিম জামে মসজিদ, চট্টগ্রাম কোর্ট বিল্ডিং জামে মসজিদ এবং রাঙ্গুনিয়া উপজেলায় মরহুমের গ্রামের বাড়ি ও গোচরা চৌমুহনী জামে মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়। 

পরিবারের সদস্যদের সঙ্গে 'অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি সংসদ' ও 'চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতি'র সদস্যরা দোয়ায় অংশ নেন এবং মরহুমের আত্মার শান্তি ও তার সততা ও দেশপ্রেমের আদর্শ সকলের মধ্যে সঞ্চারের জন্য প্রার্থনা করেন।

আইন পেশায় একনিষ্ঠতার পাশাপাশি সমাজসেবার মানসে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাকারী ও শিক্ষক হিসেবে নুরুচ্ছফা তালুকদার তার সমাজ ও কর্মক্ষেত্রে সর্বজন শ্রদ্ধেয় হয়ে রয়েছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com