
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়েছে, টিআইবি এ কথা বলেনি: ইফতেখারুজ্জামান
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২৩ । ২১:১০ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২৩ । ২১:১০
সমকাল প্রতিবেদক

ড. ইফতেখারুজ্জামান। ফাইল ছবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকের ফলাফল নিয়ে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় ইফতেখারুজ্জামান এ কথা বলেন।
ভিডিও বার্তায় নানা ক্ষেত্রে মন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ড. ইফতেখারুজ্জামান। ভিডিও বার্তায় বলা হয়, তারা লক্ষ করেছেন, সরকারের বিভিন্ন মহল ও একটি বিশেষ মহল থেকে টিআইর সূচক নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। প্রতিক্রিয়ায় টিআইর সূচককে উদ্দেশ্যপ্রণোদিত বলা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের সঙ্গে সূচকের তথ্যকে মিলিয়ে ফেলা হয়েছে, যা অমূলক।ইফতেখারুজ্জামান বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে টিআইবি সংবাদ সম্মেলন করেছিল- এমন কথাও বলা হয়েছে। যার কোনো ভিত্তি নেই। এ ক্ষেত্রে টিআইবি বলেছে, পদ্মা সেতু প্রকল্প আর্থিকভাবে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় একটি প্রকল্প।
তিনি আরও বলেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক একটি অভিযোগ উত্থাপন করেছিল। তার পরিপ্রেক্ষিতে ওই অভিযোগের সুষ্ঠু, গ্রহণযোগ্য আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে গ্রহণযোগ্য তদন্ত এবং জবাব দিতে চেয়েছে টিআইবি। যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে সেটার জবাব দিতে চাওয়া হয়েছিল। দুর্নীতি না হলে সেটা তদন্তের মাধ্যমে প্রমাণিত হবে।
ভিডিও বার্তায় আরও বলা হয়, টিআইবি একমাত্র সংস্থা, যখন বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয় তখন বিশ্ব ব্যাংককে উদ্দেশ্য করেও বলা হয়েছিল, অভিযোগটি তদন্তে প্রমাণিত হওয়ার আগেই কোন যুক্তিতে অর্থায়ন তুলে নেওয়া হলো? বৈশ্বিক প্রেক্ষাপটে এর কোনো দৃষ্টান্ত নেই। কারণ, বিশ্ব ব্যাংকের অর্থায়নে বিভিন্ন দেশে প্রকল্পে দুর্নীতির অভিযোগ সবসময়ই উত্থাপিত হয়। বিশ্ব ব্যাংকের প্রকল্প বাস্তবায়নে এটা অবিচ্ছেদ্য অংশ। এ অবস্থায় তাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়াটা স্বাভাবিক। কিন্তু অভিযোগ উত্থাপিত হওয়ার আগেই কোনো তথ্যপ্রমাণ ছাড়া অর্থায়ন তুলে নেওয়ার এমন দৃষ্টান্ত নেই।
ইফতেখারুজ্জামান আরও বলেন, টিআই প্রতি বছরের জানুয়াতিতে বার্লিন থেকে একযোগে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে থাকে। বিশ্বের ১৮০টি দেশ এই সূচকের সঙ্গে যুক্ত। সবদেশে যে সময়ে, যেদিন প্রকাশিত হয়, বাংলাদেশেও একই সময়ে প্রকাশ করা হয়। এ ধারাবাহিকতায় গত বছরের ২৫ জানুয়ারি দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করা হয়েছিল। এবার প্রকাশ করা হয়েছে ৩১ জানুয়ারি।
টিআইবির এই পরিচালক বলেন, টিআইর এই সূচক রাজনৈতিক উদ্দেশ্যের সঙ্গে মিলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। এটি একটি গবেষণা, যার উদ্দেশ্য বৈশ্বিকভাবে এবং বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে শক্ত কার্যকর অবস্থান সৃষ্টি করা, দুর্নীতির বিরুদ্ধে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। একইসঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের হাতকে শক্তিশালী করা, যাতে তারা দুর্নীতি নিয়ন্ত্রণে আরও সক্রিয় হতে পারে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com