
ফরিদপুরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘মৃত্যুহীন প্রাণ’ প্রদর্শনী
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২৩ । ২৩:৩০ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২৩ । ২৩:৩০
ফরিদপুর অফিস

ফরিদপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘মৃত্যুহীন প্রাণ’ প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করেন এটির নির্মাতা দেশের খ্যাতিমান কবি আসাদ চৌধুরীর জামাতা নাদিম ইকবাল।
এসময় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চলচ্চিত্র নির্মাতা ডকুমেন্টারি নির্মাণের প্রেক্ষাপট তুলে ধরেন। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকালের উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, নাদিম ইকবালের স্ত্রী নুসরাত জাহান চৌধুরী, তাদের বন্ধু আনিস আহমেদ ও তার স্ত্রী দেশের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী সুমিতা দেবীর মেয়ে অর্পিতা আহমেদ পর্ণাসহ বিশিষ্টজনরা।
ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন নওফেলের মুক্তিযুদ্ধে অবদান নিয়ে নির্মিত এই প্রামাণ্য চিত্রে ফরিদপুরের মুক্তিযুদ্ধের তথ্যচিত্র তুলে ধরা হয়।
সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান প্রামাণ্য চলচ্চিত্রটি প্রদর্শনের আগে উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।এসময় একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আলতাফ হোসেন, ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক পান্না বালা, সম্বিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক সিরাজ-ই-কবীর খোকন, সচেতন নাগরিক কসমটির সভাপতি অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, স্থানীয় নারী নেত্রী আসমসা আক্তার মুক্তা, সাংবাদিক নির্মলেন্দু চক্রবর্তী শংকর ও শফিকুল ইসলাম মনি, সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কাজী সবুজসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
নাদিম ইকবাল বলেন, এখানে নওফেলকে একজন প্রতীকী তরুণ মুক্তিযোদ্ধার চরিত্র হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছি। প্রকৃতপক্ষে তিনি দেশের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধার প্রতিচ্ছবি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com