সারাহর প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানোর দাবি সংসদে

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২৩ । ০০:৪২ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২৩ । ০০:৪৪

সমকাল প্রতিবেদক

মায়ের সঙ্গে হাস্যোজ্জ্বল সারাহর এই ছবি এখন কেবলই স্মৃতি- সংগৃহীত

মৃতঘোষিত অবস্থায় কিডনি ও কর্নিয়া দান করে অনন্য নজির স্থাপন করায় সারাহ ইসলাম ঐশ্বর্যের প্রতি রাষ্ট্রীয়ভাবে সম্মান ও কৃতজ্ঞতা জানানোর দাবি জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। তিনি মনে করেন, এটি করা হলে মরণোত্তর অঙ্গ দানে অনেকেই এগিয়ে আসবেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে হানিফ এই দাবি জানান। দেশের ইতিহাসে ২০ বছর বয়সী সারাহ ইসলামই প্রথম ব্যক্তি যিনি ‘ব্রেন ডেথ’ অবস্থায় নিজের অঙ্গ দান করেন। 

মাহবুব উল আলম হানিফ বলেন, দেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির দান করা কিডনি প্রতিস্থাপন করা হয়েছে গত ১৮ জানুয়ারি রাতে। কিডনি দান করে গেছেন ২০ বছর বয়সী সারাহ। মৃত্যুর আগে সারাহ অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি তাঁর কর্নিয়াও দান করে গেছেন।

সারাহ ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, সারাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো উচিত। তিনি অন্যন্য নজির স্থাপন করেছেন।

তিনি বলেন, সারাহকে সম্মান ও কৃতজ্ঞতা জানালে অনেকে মরদেহ দিতে এগিয়ে আসবেন। তিনি মানব অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন সংশোধন করে কঠোর নজরদারির মাধ্যমে স্বেচ্ছায় অঙ্গদানের সুযোগ তৈরি করার পরার্মশ দেন। তিনি বলেন, ইসলাম বা বিদ্যমান আইনে অঙ্গদানে কোনো বাধা নেই। তবে এখন শুধু নিকটাত্মীয়রা এটি দিতে পারেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com