
পদাবলি
অদ্ভুত সত্য
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পুলক রঞ্জন
অদেখা শুয়ে আছে এই শীতার্ত রাতে
মাঝখানে কুয়াশা সতীন রয়েছে সাথে
হবে না জানি, কোনদিন মূহুর্তের দেখা
সাধারনের তকমা এঁটে যা যতো শেখা।
অসুরের ধ্বনি তত্ত্বে সে প্রগাঢ় অন্ধকার
এক চ্যুত সমাজের পোষাকি জলাধার
বয়ে চলে কাল কালান্তে;নিজেকে চিনে
নেবার দুরূহ আত্মপ্রত্যয়; ভগ্নাংশ কিনে।
জেলের দেয়ালের মতো উঁচু সব বিভেদ
কলির সমাজে মুখ থুবড়ে পড়েছে ঋগ্েবদ
এই যে, তুমি আমি আমাদের আকর্ষিত মন
বিচ্ছিন্নতায় কেটে যাবে কি সারাটা জীবন?
অথচ দেখো, কী অদ্ভুত সত্য আমাদের যুগল;
শীত শেষে নবান্নের ঘ্রাণ প্রচারে নিয়মিত দোল
ধুমায়িত চা-কফির বারান্দা আয়োজনে
ভালোবাসা জমাট বাঁধে প্রণয় পরিজনে।
মাঝখানে কুয়াশা সতীন রয়েছে সাথে
হবে না জানি, কোনদিন মূহুর্তের দেখা
সাধারনের তকমা এঁটে যা যতো শেখা।
অসুরের ধ্বনি তত্ত্বে সে প্রগাঢ় অন্ধকার
এক চ্যুত সমাজের পোষাকি জলাধার
বয়ে চলে কাল কালান্তে;নিজেকে চিনে
নেবার দুরূহ আত্মপ্রত্যয়; ভগ্নাংশ কিনে।
জেলের দেয়ালের মতো উঁচু সব বিভেদ
কলির সমাজে মুখ থুবড়ে পড়েছে ঋগ্েবদ
এই যে, তুমি আমি আমাদের আকর্ষিত মন
বিচ্ছিন্নতায় কেটে যাবে কি সারাটা জীবন?
অথচ দেখো, কী অদ্ভুত সত্য আমাদের যুগল;
শীত শেষে নবান্নের ঘ্রাণ প্রচারে নিয়মিত দোল
ধুমায়িত চা-কফির বারান্দা আয়োজনে
ভালোবাসা জমাট বাঁধে প্রণয় পরিজনে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com