
ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট: ২৬ দালালের কারাদণ্ড
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২৩ । ০৯:৪৮ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২৩ । ০৯:৪৮
সমকাল প্রতিবেদক

র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা ভেরিফিকেশন ছাড়া স্বল্প সময়ে পাসপোর্ট পাইয়ে দেওয়াসহ নানা প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিল।
র্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি ফজলুল হক জানান, সম্প্রতি আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ পাওয়া যায়। তারা পাসপোর্ট অফিস ও পাশের ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়ানো পাসপোর্ট প্রত্যাশীদের ফরম পূরণ, ফরম সত্যায়িত করা, ব্যাংকে ফি জমা দেওয়ার কাজে সহায়তার আশ্বাস দিত। এমনকি ভেরিফিকেশন ছাড়া ৫-৬ হাজার টাকায় দ্রুততম সময়ে পাসপোর্ট তৈরির দায়িত্ব নিত তারা। এসব প্ররোচনায় রাজি না হওয়া পর্যন্ত তারা নানাভাবে বিরক্ত করতেই থাকত। নানা রকম প্রলোভন দেখিয়ে কৌশলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত তারা।
র্যাব জানায়, অনেক হয়রানির পর তারা পাসপোর্ট হস্তান্তর করত। এসব ব্যাপারে কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার হলেও চক্রটির উপদ্রব কমেনি। এ কারণে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব-২। এর পর গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশের এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান।অভিযানে দালাল চক্রের ২৬ জনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
তাদের মধ্যে রতন হোসেন, মো. নুরুজ্জামান, নজরুল শেখ, মো. হেলাল, খোরশেদ আলী, বদরুল হায়দার, মো. আনোয়ার, আবুল হোসেন, মামুনুর রহমান, টিপু সুলতান, নুরুল আমিন, মো. মতিন, রাসেল মামুন, আবুল কালাম, শাহীন রেজা ও মো. মনিরুজ্জামানকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। আর ইমরান হোসেন, মো. হাসান, লিমন মিয়া, আশহাদুল হুদা, আসাদুজ্জামান, দেলোয়ার হোসেন, রেজোয়ান, শেখ মোছাদ্দেক ও আব্দুল্লাহ ফাহিমকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বাবু নামে একজনকে সাতদিনের কারাদণ্ড দেন আদালত।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com