
ফেসবুকে ছড়িয়ে পড়েছে ভুলে ভরা অনুষ্ঠানসূচি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২৩ । ১৪:২২ | প্রিন্ট সংস্করণ
বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অষ্টম সমাবর্তন আগামী ১২ ফেব্রুয়ারি। এই সমাবর্তনের ভুলে ভরা একটি অনুষ্ঠানসূচি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ভুলে ভরা অনুষ্ঠানসূচিটি বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে প্রকাশ করেন বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ। অনুষ্ঠানসূচি অনুযায়ী, বাকৃবির অষ্টম সমাবর্তনের কার্যক্রম রাত ১২টা থেকে রাত ১টা ১০ মিনিট পর্যন্ত এবং সকাল ১১টা থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে। সমাবর্তনের বক্তা হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাত সাড়ে ১২টায় বক্তব্য দেবেন।
ভুলে ভরা অনুষ্ঠানসূচি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বাকৃবির মতো একটি প্রতিষ্ঠান কী করে এত বড় ভুল করল- প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের। এই ভুল অনুষ্ঠানসূচির মাধ্যমে আসন্ন সমাবর্তনের মান নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা।
জানতে চাইলে সমাবর্তন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছাইফুল ইসলাম বলেন, 'এটি প্রিন্টিং মিসটেক। ভুলে তারা টাইপ করে ফেলেছে। এটি সংশোধনীর জন্য প্রেসে পাঠানো হয়েছে। তবে এটি এখনও অফিসিয়ালি কাউকে পাঠানো হয়নি। কে বা কারা আমার বিনা অনুমতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে, তা আমার জানা নেই।'
জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, 'আমি রেজিস্ট্রারের অনুমতি নিয়েই প্রকাশ করেছি।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com