পিকনিকের বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২৩ । ১৭:৪৩ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২৩ । ১৭:৪৩

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারগামী একটি একটি পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন জানান, নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী একটি পিকনিক বাসের সঙ্গে চুনতি এলাকায় লবণ বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় পিকনিকের বাসের অন্তত ৩০ জন আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, দুটি গাড়িই আটক করা হয়েছে। তবে চালকরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন তালুকদার জানান, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com