
ঢাবিতে দেখানো হবে চঞ্চল-জয়া-মিম ও সিয়ামদের ছবি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২৩ । ১৮:৫৭ | প্রিন্ট সংস্করণ
আনন্দ প্রতিদিন প্রতিবেদক

৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে শুরু হচ্ছে 'আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯' উৎসব। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ২১তম আয়োজন।
৫ দিনের এই উৎসব নিয়ে আয়োজকরা জানান, ভাষাশহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পৌঁছে দিতে ২০০২ সাল থেকে ধারাবাহিকভাবে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। এবার উৎসবের ২১তম আসরে প্রদর্শিত হবে দুই বাংলার সমসাময়িক ও ধ্রুপদি ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে হাওয়া’, ‘বিউটি সার্কাস’, ‘দামাল’, ‘মানিকবাবুর মেঘ’ ইত্যাদি।
পাশাপাশি থাকছে দুটি স্বল্পদৈর্ঘ্য ও একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী। এ ছাড়াও প্রতিবারের মতো এবারও উৎসবের শেষদিন গত বছরের মুক্তিপ্রাপ্ত সেরা ছবিকে দেওয়া হবে 'হীরালাল সেন পদক'।
ছবি দেখার পাশাপাশি রয়েছে চলচ্চিত্র কুশলীদের সাথে সরাসরি মতবিনিময়ের সুযোগ। প্রতিটি শোয়ের টিকিট মূল্য ৫০ টাকা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com