
শিল্পী শাহাবুদ্দিন ও সাবেক সচিব আনোয়ার পেলেন গুণীজন সংবর্ধনা
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২৩ । ২০:৫০ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২৩ । ২০:৫০
রাজশাহী ব্যুরো

শিল্পী শাহাবুদ্দিন ও সাবেক সচিব আনোয়ারের হাতে ক্রেস্ট তুলে দেন রাজশাহী সিটি মেয়র। ছবি-সমকাল
খ্যাতিমান চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় এক অনুষ্ঠানে তাঁদের উত্তরীয় ও ক্রেস্ট দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, সাবেক সচিব কবির বিন আনোয়ার ও তাঁর স্ত্রী তৌফিকা আনোয়ার বক্তব্য দেন। এ ছাড়া স্বাগত বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরীফ উদ্দিন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com