বাইকে করে ২৯ দেশ ঘুরে সাতক্ষীরায় রোমানিয়ান তরুণী

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২৩ । ২৩:০৬ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২৩ । ২৩:৩৬

সাতক্ষীরা প্রতিনিধি

মোটরসাইকেলে করে বাংলাদেশে আসেন এলেনা - সমকাল

বন্ধুর ডাকে বাইকে করে ২৯টি দেশ ঘুরে সাতক্ষীরার মাটিতে পা রেখেছেন রোমানিয়ান তরুণী এলেনা। গত বুধবার ভারত হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন তিনি। থাকছেন সাতক্ষীরার শহরের অদূরে বিণেরপোতা এলাকার ঋশিল্পী ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি সংস্থায়।

এক মাস আগে ইতালি থেকে মোটরসাইকেলে করে বাংলাদেশে আসেন এলেনার বন্ধু আন্দ্রেয়া। তরুণ আন্দ্রেয়া সাতক্ষীরার ঋশিল্পী ইন্টারন্যাশনাল সংস্থাটির একজন দাতা (ডোনার)। আন্দ্রিয়ার আহ্বানে তার বন্ধু এলেনা বাংলাদেশে আসেন। গত মঙ্গলবার এলেনা ও আন্দ্রেয়ার আহ্বানে তাদের বন্ধু ইলেরিও এখানে আসেন।

বাংলাদেশ দেখার অনুভূতি নিয়ে এলেনা বলেন, ‘দীর্ঘ তিন বছর ধরে ভ্রমণ করছি। ইতোমধ্যে বিশ্বের ২৯টি দেশ ভ্রমণ করেছি। মুসলিম দেশগুলোর সংস্কৃতি আমার খুব ভালো লাগে। বাংলাদেশের সংস্কৃতিও আমাকে মুগ্ধ করেছে। ভিসার মেয়াদ ১ মাস রয়েছে। তবে ১৫ দিন এখানে থাকবো।’

তিনি বলেন, ‘পেশায় আমি একজন নাট্যকার ও স্বাস্থ্যকর্মী। এক মাসের ভিসা রয়েছে। তবে ১৫ দিন এখানে থাকবো।’

এলেনা ও তার দুই বন্ধু

এলেনার বন্ধু আন্দ্রেয়া জানান, বাংলাদেশের সংস্কৃতি এলেনার খুব ভালো লেগেছে। এদেশের মানুষের আতিথেয়তায় আমিও মুগ্ধ বলে জানান তিনি।

ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার (ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট) মাহমুদুর রহমান বলেন, সাতক্ষীরায় কাকলি নামে একটি মেয়েকে লেখাপড়ায় সহযোগিতা করতেন আন্দ্রেয়া। কাকলিকে উদ্দেশ্য করে এক মাস আগে সাতক্ষীরায় আসেন ইতালি নাগরিক আন্দ্রেয়া। এরপর তার আহ্বানে রোমানিয়ান বন্ধু এলেনা সাতক্ষীরায় এলেন।

তিনি বলেন, এলেনা একজন পর্যটক। ২০১৯ সালে ইতালির মিলান সিটি থেকে তিনি যাত্রা শুরু করেন। ২৯টি দেশ পেরিয়ে গত বুধবার ভারত হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে এসেছেন। এলেনা তার ৮৫০ সিসি বাইক চালিয়ে পুরো বিশ্বকে একবার ঘুরে দেখতে চান। তিনি মধ্যপ্রাচ্যের মুসলিম সব দেশ ঘুরে দেখেছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com