
সরকার জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: নুরুল হক নুর
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২৩ । ০২:০২ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২৩ । ০২:০২
সমকাল প্রতিবেদক

নুরুল হক নুর- ফাইল ছবি
ক্ষমতাসীনদের সমালোচনা করে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ এ সরকার জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। এখন সরকারের হাতে হারিকেন ধরিয়ে বিদায় দেওয়ার পালা।
বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। পরে হারিকেন মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড়, নাইটিঙ্গেল, ফকিরাপুল মোড় হয়ে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
নুর আরও বলেন, এক মাসে দু'বার বিদ্যুতের দাম বাড়িয়ে এই সরকার জনগণের সঙ্গে ভন্ডামি-ধোঁকাবাজি করছে। সরকার বাণিজ্যিক পর্যায়ে গ্যাস এবং বিদ্যুতের যে মূল্য বাড়িয়েছে, তাতে কলকারখানা, গার্মেন্ট এবং শিল্পপ্রতিষ্ঠানের সব খরচ বেড়ে যাবে। ফলে এই ব্যয়ভার জনগণের ওপরে তারা চাপাবে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকলে গণঅধিকার পরিষদ এককভাবে প্রার্থী দেবে। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। আমরা গণতন্ত্র মঞ্চের সঙ্গে যেমন আছি, তেমনি বৃহৎ স্বার্থে আমরা অন্যসব বিরোধী দল নিয়ে বৃহৎ ঐক্য গড়ে তুলতে চাই।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান ও সাইফুল্লাহ হায়দারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, সোহরাব হোসেন এবং আবু হানিফ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com