রাজপথে থাকবে আওয়ামী লীগও

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২৩ । ০৫:২৯ | প্রিন্ট সংস্করণ

সমকাল প্রতিবেদক

বিএনপি ও সমমনা দলগুলো ঢাকাসহ ১০ বিভাগীয় সদরে আজ শনিবার সমাবেশ করবে। এ কর্মসূচি থেকে সম্ভাব্য নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধের অংশ হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগও সতর্কতার পাশাপাশি শান্তি সমাবেশ কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে।

বিএনপির সমাবেশ সারাদেশে দুপুর ২টায় শুরু হবে। তবে সরকার সমর্থক নেতাকর্মী সকাল থেকেই ঢাকা মহানগরীসহ সব বিভাগীয় সদরে অবস্থান নেবেন। দিনভর অবস্থানকালে রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে থেকে মিছিল-সমাবেশ করা হবে। কোথাও সহিংসতা-নাশকতার আশঙ্কা সৃষ্টি হওয়া মাত্র আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকার সমর্থকরা তা প্রতিহতের চেষ্টা করবেন বলে জানা গেছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে শনিবার বিকেল ৩টায় কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল মাঠে হবে শান্তি সমাবেশ। এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন। দলের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের ঢাকা মহানগর উত্তর শাখা সকাল সাড়ে ১০টায় পৃথক শান্তি সমাবেশ করবে।

ময়মনসিংহ ব্যুরো জানায়, বিএনপির বিভাগীয় সমাবেশের পাল্টা হিসেবে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। শনিবার সকাল ১১টায় নগরীর জিমনেশিয়াম মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ এ শান্তি সমাবেশ করবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেলসহ জেলা এবং মহানগর নেতারা এতে উপস্থিত থাকবেন।

এদিন নগরীর মাসকান্দা এলাকার পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে দুপুর ২টায় বিএনপির সমাবেশ শুরু হবে। ভিন্ন ভিন্ন সময়ে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে নগরীতে উত্তেজনা দেখা দিয়েছে। বিএনপি এটিকে উস্কানিমূলক বলছে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সমকালকে বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচি না থাকলেও বিএনপির কর্মসূচির দিনে তারা উস্কানি দিতেই রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন। এখন কোনো নৈরাজ্য হলে তার দায় সরকারি দলকেই নিতে হবে। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা চান তিনি।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু সমকালকে বলেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ সমাবেশ করলে আপত্তি নেই। কিন্তু নৈরাজ্য, ভাঙচুর বা মানুষের ক্ষতি করতে চাইলে তাদের ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, 'দু'দলের সমাবেশ ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। পুরো শহরে পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।'

বরিশাল ব্যুরো জানায়, বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশের দিন বিকেলে নগরীতে সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদবিরোধী শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। শুক্রবার সন্ধ্যায় এ কর্মসূচি ঘোষণা করে বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেন, বিকেল ৩টায় ফজলুল হক অ্যাভিনিউতে এ সমাবেশ হবে। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, বিএনপি সমাবেশের নামে বিশৃঙ্খলার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

এ বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশালে বিভাগীয় সমাবেশের সমন্বয়ক বিলকিস আক্তার জাহান শিরিন জানান, তাঁদের কর্মসূচি ব্যাহত করতেই হঠাৎ শান্তি সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। দুটি সমাবেশের স্থান কাছাকাছি হওয়ায় সংঘাতের আশঙ্কা করছেন তিনি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com