
ছোট ছোট মিছিল নিয়ে নয়া পল্টনে বিএনপি নেতাকর্মীরা
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২৩ । ১২:২৪ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২৩ । ১২:৩২
সমকাল প্রতিবেদক

দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও এরই মধ্যে নেতাকর্মীরা নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন - সমকাল
গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশের ১০ বিভাগে আজ শনিবার বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে ঢাকা বিভাগীয় সমাবেশ।
ঢাকা বিভাগীয় সমাবেশে যোগ দিতে এরই মধ্যে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। এতে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে নয়া পল্টন।
এখনও ছোট ছোট মিছিল নিয়ে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নয়া পল্টনে আসছেন।
ঢাকার সমাবেশ থেকে জনসম্পৃক্ত ইস্যুতে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com