ফেসবুক ব্যবহারকারী এখন ২০০ কোটি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২৩ । ১৬:৪৮ | প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারী ২০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে। গত ডিসেম্বরে এ মাইলফলক স্পর্শ করে প্ল্যাটফর্মটি। এটি বিশ্বের মোট জনসংখ্যার প্রায় চার ভাগের এক ভাগ! যদিও ফেসবুকে একই ব্যবহারকারীর একাধিকের পাশাপাশি ভুয়া অ্যাকাউন্টও রয়েছে।

বিবিসি জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে আগের বছরের ডিসেম্বরের তুলনায় গড়ে দৈনিক ৪ শতাংশ বেশি ব্যবহারকারী ছিল। এমনকি ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডায় ব্যবহারকারী অনেক বেড়েছে। তবে এর আগে ব্যবহারকারী প্রত্যাশা অনুযায়ী না বাড়ায় প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে।

এ সময় বিজ্ঞাপন বিক্রি কমে যাওয়া এবং ব্যয় বৃদ্ধির কারণে কোম্পানিটি চাপের মধ্যে ছিল। তবে ব্যবহারকারী বৃদ্ধির খবরে ফেসবুকের মূল কোম্পানি মেটার শেয়ারদর ১৫ শতাংশের বেশি বেড়েছে। প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী জাকারবার্গ ২০২৩ সালকে 'ইয়ার অব ইফিশিয়েন্সি' ঘোষণা করেছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com