অ্যাম্বুলেন্সে মদ আনতে গিয়ে জাবির দুই ছাত্রসহ চালক আটক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২৩ । ০৪:১০ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২৩ । ০৪:১০

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

অ্যাম্বুলেন্সে করে মাদক নিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই ছাত্রসহ চালককে আটক করেছে বংশাল থানা পুলিশ। 

শনিবার রাত ৮টার দিকে রাজধানীর বংশাল থানা এলাকার ঢাকা ব্যাংকের সামনে থেকে তারা আটক হন। ওই সময় মদসহ বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— জাবির দর্শন বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্র রিপন সাহা (২৮), একই বিভাগের ৪৪তম ব্যাচের ছাত্র জুয়েল আহমেদ (২৭) ও অ্যাম্বুলেন্স চালক আবদুল্লাহ দুলাল (৩৭)। তারা বর্তমানে বংশাল থানায় আছেন।

বংশাল থানার ওসি মো. মজিবুর রহমান জানান, ‘আটক ব্যক্তিরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের সঙ্গে থাকা অ্যাম্বুলেন্স চালককেও আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বেশকিছু মদ জব্দ করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। পরে বিস্তারিত জানানো হবে।’

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com