
৪৩ বছর পর বই ফেরত দিলেন লাইব্রেরিতে
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২৩ । ০৭:৩৪ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২৩ । ০৭:৩৪
অনলাইন ডেস্ক

গ্রন্থাগার থেকে বই পড়তে নিলে তা ফেরত দেওয়ার নির্দিষ্ট একটি সময় থাকে। হোক সেটা এক সপ্তাহ, ১৫ দিন কিংবা এক মাস। গ্রন্থাগারের রেজিস্টার খাতায় উল্লিখিত তারিখে বইটি ফেরত দিয়ে নতুন বই নেওয়ার রীতি থাকলেও সেই নিয়ম ভেঙে দীর্ঘ ৪৩ বছর পর ফেরত দেওয়া হলো একটি বই। এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়।
১৯৮০ সালের ২৩ মার্চে বইটি ফেরত দেওয়ার কথা ছিল নিউপোর্ট নিউজ পাবলিক লাইব্রেরিতে। কিন্তু তা দেওয়া হয়েছে সম্প্রতি। খবর এনডিটিভির।
বইটির নাম হাউ ওয়ারস বিগিন বা কীভাবে যুদ্ধ শুরু হয়। এটি লিখেছেন ব্রিটিশ ইতিহাসবিদ অ্যালান জন পার্সিভাল টেইলর। যাকে সংক্ষেপে বলা হয় এজেপি টেইলর।
দীর্ঘদিন পর বই ফেরত দেওয়ার ঘটনাটি লাইব্রেরি কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রাম পোস্টে জানালেও ফেরত দেওয়া ব্যক্তির কোনো তথ্যই প্রকাশ করেনি। তবে ওই পাঠককে ধন্যবাদ দিয়েছে কর্তৃপক্ষ। কী কারণে এই দীর্ঘ বিলম্ব হয়েছে, তাও জানা যায়নি।
বইটি ফিরিয়ে দেওয়াকে অস্বাভাবিক বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। এটি দেরিতে ফেরত দেওয়া বইয়ের মধ্যে লাইব্রেরির জন্য নতুন রেকর্ড বলেও জানানো হয়েছে।
তবে এটিই দীর্ঘদিন পর ফেরত পাওয়া বইয়ের মধ্যে প্রথম নয়। গত মাসে একটি ব্রিটিশ লাইব্রেরিতে ফেরত দেওয়া হয়েছে ১৯৬৪ সালে নেওয়া বই। ডেভিড হিকম্যান নামের ৭৬ বছর বয়সী এক পেনশনভোগী ৪২ হাজার ৩৪০ পাউন্ড বিলম্ব ফি জমা দিয়ে ৫৮ বছর পর লাইব্রেরিতে বইটি ফেরত দেন। বইটি নেওয়ার সময় তার বয়স ছিল ১৭ বছর।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com