খুলনা টাইগার্সের এমন হাল কেন

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২৩ । ১০:৩৪ | প্রিন্ট সংস্করণ

নাজমুল হক নোবেল

প্লেয়ার্স ড্রাফট শেষে যে তিন-চারটি দল নিয়ে বেশি আলোচনা হয়েছে, খুলনা টাইগার্স তাদের একটি। কাগজে-কলমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ফরচুন বরিশালের পরের স্থানেই দেখা হচ্ছিল খুলনাকে। তারাই কিনা মাঠের পারফরম্যান্সে ম্লান। টুর্নামেন্টে ১০ ম্যাচ খেলে ৮টিতে হেরে লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত করে ফেলেছে। খুলনার এই ব্যর্থতার পেছনে দলের অন্দরমহলের অশান্ত পরিবেশের প্রভাব রয়েছে বলে গুঞ্জন। ক্রিকেটপাড়ায় বলাবলি হচ্ছে- মালিকপক্ষের কাছ থেকে সেভাবে সাপোর্ট পাননি ক্রিকেটাররা। অভ্যন্তরীণ এই জটিলতায় বিপর্যস্ত ছিল দল। এ ব্যাপারে দলের ম্যানেজার সাব্বির খানের কাছে জানতে চাওয়া হলে মালিকপক্ষকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

খুলনা টাইগার্সের মালিকানা নিয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মাইন্ড ট্রি লিমিটেড। বিজ্ঞাপনের বাজার থেকে টাকা তুলে দল চালায় তারা। গুঞ্জন আছে- মালিকপক্ষ শিল্পপতি না হওয়ায় গাটের পয়সা খরচ করতে রাজি না। বিজ্ঞাপন থেকে আয় করা টাকা দিয়ে দল চালাতে গিয়ে বাজেট সীমিত রেখেছে। যেটা দলের ভেতরে নেতিবাচক প্রভাব ফেলেছে। অনেকটা 'কইয়ের তেল দিয়ে কই ভাজায়' ক্রিকেটারদের মৌলিক চাহিদা পূরণ হয়নি বলে আক্ষেপ ক্রিকেট কর্মকর্তাদের। খরচ বাঁচাতে অনেক ক্রিকেটারকে হোটেলে রাখতে চায়নি কর্তৃপক্ষ। কোচিং ও সাপোর্ট স্টাফদের বাসায় থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। দৈনিক হাত খরচেও টান পড়েছে বলে কানাঘুষা রয়েছে ক্রিকেটারদের মধ্যে।

যদিও ম্যানেজার সাব্বির খান মালিকের নাম জানাতে অস্বীকৃতি জানান। তবে দলের ব্যর্থতার পেছনে ভাগ্যকেই দায়ী করেছেন তিনি। সাব্বির খানের মতে, 'ভাগ্য খারাপ। প্রতি বছরই বিপিএলে এ রকম একটা দল থাকে, যারা ভালো দল কিন্তু ব্যর্থ হয়। এবার খুলনা হয়েছে। খুলনা সেরা চারে থাকার মতো দল কিন্তু পারেনি। ভাগ্য খারাপের সঙ্গে আমরা ভালো ক্রিকেটও খেলিনি। ১০৫ রানে অলআউট হয়েছি। আবার ২১০ রান করেও রক্ষা করতে পারিনি। টপঅর্ডারে তামিম ইকবাল চারটা ভালো ইনিংস খেলেছে, এর মধ্যে দুটিতে জিতেছি। তামিম ছাড়া আর কেউ টপঅর্ডারে ভালো খেলতে পারেনি।'

খুলনার কোচ খালেদ মাহমুদ সুজন। সবচেয়ে বড় তারকা তামিম ইকবাল। মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির রাব্বি, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়ের মতো জাতীয় দলের ক্রিকেটার রয়েছেন। উদীয়মান শফিকুল ইসলাম, নাহিদুল ইসলাম রানা খেলছেন দলটিতে। ওয়াহাব রিয়াজ, আজম খানের মতো পাকিস্তানি ক্রিকেটার খেলেছেন। দেশিদের সঙ্গে বিদেশি ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রেও পিছিয়ে ছিল না। ভালো দল হয়ে ভালো খেলতে না পারার পেছনে কারণ একটাই- খুলনা একটা পরিবার হয়ে উঠতে পারেনি। আর অসুখী পরিবারে যা হয়, তাই হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। খুলনার এই ব্যর্থতার পেছনে টিম ম্যানেজমেন্টের কোনো দায় আছে কিনা- জানতে চাওয়া হলে সাব্বির খান বলেন, 'কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্ট সর্বোচ্চ চেষ্টা করেছে। ভাগ্য সহায় না হওয়ায় ফল আসেনি।' এ বিষয়ে জানতে চেয়ে খুলনার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। খুলনার মতো ঢাকাও দল হিসেবে খেলতে ব্যর্থ। ক্রিকেটারদের ঠিকমতো সম্মানীও দিতে পারেনি এই ফ্র্যাঞ্চাইজি। তাদের নিয়ে ফিসফিসানিও রয়েছে নানা মহলে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটারদের সম্মানী কোনো ইস্যু না হলেও ক্রিকেটাররা সব সময়ই অস্বস্তিতে থাকেন বলে অভিযোগ রয়েছে। খুলনা, চট্টগ্রাম এবং ঢাকা- এ তিনটি দলই এবারের বিপিএলের ব্যর্থ অভিযাত্রী।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com