
সমকাল বিশ্বকাপ ফুটবল-২০২২ কুইজ
মোটরসাইকেল জিতেছেন ঢাকার আব্দুল্লাহ
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২৩ । ১১:১৬ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

সমকাল কার্যালয়ের বোর্ডরুমে শনিবার বিশ্বকাপ কুইজের ড্র অনুষ্ঠান - সমকাল
প্রায় দেড় মাস হলো শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ। তবে দৈনিক সমকাল কার্যালয়ে গতকাল শনিবার যেন ফিরে এলো বিশ্বকাপের সেই উন্মাদনা। বিশ্বকাপ চলাকালীন ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উত্তর লিখে কুইজের কাটিং সমকালের কুইজ বক্সে জমা দিয়েছিলেন পাঠকরা। রানার গ্রুপ, র্যাংগস ইলেকট্রনিকস, ভিস্তা, কমিউনিটি ব্যাংক এবং ওয়ালটনের দুই পর্বের কুইজে ব্যাপক সাড়া পড়েছিল।
অসংখ্য কুইজের মধ্য থেকে গতকাল হয়ে যাওয়া ড্রতে ভাগ্যবান ৩০ জনের নাম উঠেছে। সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার রানারের মোটরসাইকেল জিতেছেন ঢাকার মান্ডার বাসিন্দা আব্দুল্লাহ। সমকাল উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খানের সভাপতিত্বে ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ পারভেজ, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল অফিসার আরজু হোসেন, রানার গ্রুপের হেড অব মিডিয়া অ্যান্ড পিআর ওয়াহিদ মুরাদ, র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের অ্যাসিসস্ট্যান্ট জেনারেল ম্যানেজার খান এম সাকিব-উস-সালেহীন।
এ ছাড়া সমকালের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন্স শরিফুল ইসলাম, জিএম মার্কেটিং মো. ফরিদুল ইসলাম, হিসাব বিভাগের এজিএম ইমাম আফজাল খান, জিএম সার্কুলেশন হারুনুর রশিদ, যুগ্ম বার্তা সম্পাদক মো. মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল, বিশেষ প্রতিনিধি সেকান্দার আলীসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগীয় সাংবাদিক ও কর্মকর্তারা।
সমকাল বিশ্বকাপ ফুটবল কুইজে সবার চোখ ছিল মোটরসাইকেলের দিকে। সেই জন্য রানার গ্রুপ কুইজই জমা পড়েছে বেশি। মোটরসাইকেল জেতার পর সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খানের কাছে ফোনে নিজের অনুভূতি এভাবেই প্রকাশ করেন আব্দুল্লাহর মা, 'আমার ছেলের নামে কুইজ ধরেছি। আমার বিশ্বাসই হচ্ছে না যে মোটরসাইকেল জিতেছি।'
কমিউনিটি ব্যাংক কুইজে প্রথম পুরস্কার একটি ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি বিজয়ী হলেন ঢাকার তেজগাঁওয়ের আতাউর রহমান। ওয়ালটন প্রথম পর্বের প্রথম পুরস্কার ২২০ লিটারের রেফ্রিজারেটর জিতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। ওয়ালটন দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার ৪৩ ইঞ্চি এলইডি টিভি জয়ী ভাগ্যবান হলেন মানিকগঞ্জের সিঙ্গাইরের রিপা।
মতিঝিলের নাজমুল ভিস্তার প্রথম পুরস্কার ৪৩ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি জিতেছেন। র্যাংগস ইলেকট্রনিকসের ৪০ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি জয়ী ভাগ্যবান হলেন ঢাকার লিমন। বিজয়ীদের হাতে শিগগিরই পুরস্কার তুলে দেওয়া হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com