
গোপালগঞ্জে নিরাপদ অভিবাসন নিয়ে সেমিনার
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২৩ । ১১:৩৯ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২৩ । ১১:৩৯
গোপালগঞ্জ প্রতিনিধি

সেমিনারে উপস্থিত অতিথিরা। ছবি- সমকাল
‘থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়ে গড়বো বাংলাদেশ’ এ স্লোগানে গোপালগঞ্জে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
সেমিনারে বক্তারা নিরাপদ অভিবাসন নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে বৈধ চ্যানেলে প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, গোপালগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়, গোপালগঞ্জ টিটিসির অধ্যক্ষ এ কে এম শাহিদুল ইসলাম চৌধুরী, টুঙ্গিপাড়া টিটিসির অধ্যক্ষ শাহনাজ পারভীন প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com