
দেশে বর্তমানে ৭৬টি বেসরকারি মেডিকেল কলেজ: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২৩ । ১৯:১৮ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২৩ । ১৯:১৮
সমকাল প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ফটো)
দেশে বর্তমানে ৭৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রোববার সংসদের বৈঠকে প্রশ্নোত্তর তিনি এ তথ্য জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গাঁর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সেনাবাহিনী পরিচালিত পাঁচটিসহ দেশে বর্তমানে ৭৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে আইন ও নীতিমালা অনুসারে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা না করায় পাঁচটি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং একটি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে।
তিনি জানান, স্থগিত করা বেসরকারি মেডিকেল কলেজগুলো হলো, নাইটিংগেল মেডিকেল কলেজ, আশুলিয়া, ঢাকা। নর্দান ইন্টারন্যাশনাল কলেজ, আইচি মেডিকেল কলেজ উত্তরা, ঢাকা। নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ, রংপুর এবং শাহ মাখদুম মেডিকেল কলেজ, রাজশাহী।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com