পদোন্নতিসহ তিন দাবিতে মার্চে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২৩ । ২০:৫২ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২৩ । ২০:৫২

সমকাল প্রতিবেদক

পদোন্নতিসহ তিন দফা দাবিতে আগামী মাসে রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে প্রাথমিক শিক্ষক সমিতি। ১৯ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হবে। এর আগে ১৯ ফেব্রুয়ারি দেশের সব জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে সংগঠনটি। 

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য পড়েন সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী।

দাবিগুলো হলো- অর্থ মন্ত্রণালয় জারি করা জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের টাইমস্কেল ফেরত দেওয়ার পরিপত্র বাতিল করা, চাকরিকাল ৫০ শতাংশ গণনা করে শিক্ষকদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া এবং দ্রুত সময়ের মধ্যে বাদ পড়া প্রধান শিক্ষকদের নামের গেজেট প্রকাশ করা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com