
'বাঘগুলো পথ ভুলে এসেছিল ফাঁড়িতে'
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২৩ । ২০:৫২ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২৩ । ২২:১৩
বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর টহল ফাঁড়ি এলাকায় ঘুরছে বাঘ। ছবি: সমকাল
পথ ভুলে তিন বাঘ বন ছেড়ে ফাঁড়িতে চলে এসেছিল বলে ধারণা করছেন বন বিভাগের কর্মকর্তারা। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বাঘগুলো সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর টহল ফাঁড়ি এলাকায় দেখা যায়। ওই সময় বাঘগুলো পানি পান করতে পুকুরেও নামে। ফাঁড়ির আশপাশে অন্তত ২০ ঘণ্টা ঘোরাফেরা করার পর শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে সেখানে আর বাঘগুলো দেখা যায়নি। সংশ্নিষ্টরা ধারণা করছেন, বনরক্ষীদের সতর্ক অবস্থান এবং অপরিচিত জায়গা হওয়ায় বাঘ তিনটি ফের বনে ফিরে গেছে।
চান্দেশ্বর টহল ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক আহমেদ বলেন, শনিবার দুপুরের আগে একবার বাঘগুলো দেখা গেছে। পরে আর দেখা যায়নি। বাঘের গর্জনও শুনতে পাইনি আমরা। যতদূর মনে হচ্ছে, ঘুরতে ঘুরতে ফাঁড়ি এলাকায় ঢুকেছিল বাঘগুলো। পরে পরিচিত এলাকা না হওয়ায় এবং মানুষের উপস্থিতি টের পেয়ে চলে গেছে। তিনি বলেন, বাঘগুলো খুবই শান্ত ছিল, কোনো হিংস্রতা দেখায়নি। তবু আমরা সতর্ক ছিলাম। বাঘ যাতে কারও ক্ষতি না করতে পারে এবং বাঘগুলো কেউ যাতে বিরক্ত না করে, সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে দুটি বাঘ পানি পান করতে ফাঁড়িসংলগ্ন পুকুরে আসে। তবে পানি পান করে বাঘ বনে না ফিরে সেখানেই বসে থাকে। পরে সেখানে যোগ দেয় আরও একটি বাঘ। এতে বন অফিসে থাকা পাঁচ বনরক্ষী আটকা পড়েন। দুপুর থেকে সারারাত বাঘগুলো ফাঁড়ি এলাকায় ছিল।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ক্ষুধার্ত হলে বাঘ রাগান্বিত হয়ে যায়। ওই সময় বাঘ অতিরিক্ত ঘোরাফেরা করে। পেটে ক্ষুধা না থাকলে বাঘ বিশ্রাম, নিজেদের মধ্যে খুনসুটি ও ঘোরাফেরা করতে পছন্দ করে। খুব ক্ষুধার্ত ও নিরাপত্তাহীনতা বোধ করলে বাঘ মানুষের ওপর আক্রমণ করে। তিনি বলেন, সুন্দরবনের মধ্যে বাঘ ঘুরে বেড়াবে- এটাই স্বাভাবিক। তবে যেসব স্থানে মানুষ থাকে, সেখানে বাঘ যাওয়ার কথা নয়। ধারণা করছি, ঘুরতে ঘুরতে পথ ভুলে ওই এলাকায় গেছে। পরে যখন বুঝতে পেরেছে, তখন ওরা নিজেদের পছন্দের স্থানে ফিরে গেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com