
এমবাপ্পের ইনজুরির কথা বিশ্বাস করেন না বায়ার্ন কোচ
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২৩ । ২২:১২ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২৩ । ২২:১২
স্পোর্টস ডেস্ক

ছবি: টুইটার
কাতার বিশ্বকাপের আগে শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব। এবার শেষ ষেলোর অপেক্ষা। আগামী ১৪ ফেব্রুয়ারি রাতে দুই লেগের নকআউটে প্রথমদিন বায়ার্ন মিউনিখ খেলবে পিএসজির বিপক্ষে। পিএসজির কোচ হয়ে আসা ক্রিস্টোফার গালতিয়েরের জন্য যা বড় পরীক্ষা।
ওই পরীক্ষার আগে কিলিয়ান এমবাপ্পে ইনজুরিতে পড়েছেন। তিনি নাকি তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। নেইমার ইনজুরিতে থাকলেও তার মাঠে ফেরা অনেকটাই নিশ্চিত। ইনজুরিতে আছেন সের্গিও রামোসও। তবে বায়ার্ন মিউনিখের জার্মান কোচ হুলিয়ান নাগেলসম্যান ফ্রান্সম্যান এমবাপ্পের ইনজুরির কথা বিশ্বাস করেন না।
সংবাদ মাধ্যমকে নাগেলসম্যান বলেছেন, ‘তার কী হয়েছে আমি পরিষ্কার জানি না। পিএসজির পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলেনি। তবে জটিল কিছু না হলে আমার মনে হয় সে খেলবে। এমবাপ্পে খেলবে ধরেই আমি পরিকল্পনা করবো। সাধারণ কোন ইনজুরি হলে এমবাপ্পে খেলবে না এটা এখনই বলা মুশকিল।’
এমবাপ্পের ইনজুরির বিষয়ে পিএসজির পক্ষ থেকে বলা হয়েছে, বাম উরুতে আঘাত পেয়েছেন তিনি। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। কিন্তু সেই ইনজুরির মাত্রা কেমন তা পরিষ্কার করা হয়নি। এমবাপ্পে ওই ইনজুরিতে পড়েন মন্টিপেলিয়ের বিপক্ষে। তার আগে এক পেনাল্টি শট দু’বার নিয়েও গোল করতে পারেননি তিনি। তাকে ছাড়া তুলুজের বিপক্ষে লিগ ম্যাচে জয় পেয়েছে পিএসজি।
মন্টেপেলিয়ের বিপক্ষে ২১ মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। মাঠ ছাড়ার সময় তেমন গুরুতর কিছু মনে হয়নি। ম্যাচ শেষে পিএসজি কোচও একই কথা বলেছিলেন, ‘আমার মনে হয় না গুরুতর কোন চোট। দ্রুতই সে মাঠে ফিরতে পারবে।’ এরপর পিএসজি’র মেডিকেল টিম তার তিন সপ্তাহ খেলতে না পারার কথা জানায়। তবে বায়ার্ন মিউনিখ ওই ‘ফাঁদে’ পা দিচ্ছে না।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com