বগুড়ায় ঘরে সাবেক নারী ইউপি সদস্যের গলাকাটা লাশ

শাজাহানপুরে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২৩ । ২৩:১১ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২৩ । ২৩:১১

বগুড়া ব্যুরো

বগুড়ায় পৃথক ঘটনায় দুই লাশ উদ্ধার হয়েছে। শিবগঞ্জে নারগিছ আরা বেগম (৫৫) নামে সাবেক নারী ইউপি সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। রোববার বিকেলে উপজেলার রায়নগর ইউনিয়নের রায়নগর গ্রামে নিজ শয়নকক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

অপরদিকে শাজাহানপুরে শাহরিয়ার ইসলাম রিয়াজ (১৭) নামে এক কলেজছাত্রের লাশ পাওয়া গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। উপজেলার আমরুল ইউনিয়নে রামপুর প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন ভুট্টাক্ষেত থেকে গতকাল সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ওসি মনজুরুল আলম জানান, নারগিছ আরা বেগম রায়নগর ইউনিয়নের সাবেক সদস্য। তিনি বিএনপি নেতা আব্দুল কাদের ফকিরের স্ত্রী। শোবার ঘরে নারগিছের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘরের মেঝেতে গলাকাটা অবস্থায় তাঁকে পাওয়া যায়।


ওসি জানান, নারগিছ বগুড়ার উপশহরে তাঁর বোনের বাড়িতে থাকতেন। গত শনিবার সকাল ১১টার দিকে তিনি শিবগঞ্জে নিজ বাড়িতে আসেন। দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করেছে।


শাজাহানপুর থানার ওসি আব্দুল কাদের জিলানি জানান, খুনের শিকার কলেজছাত্র রিয়াজ আমরুল ইউনিয়ন পরানবাড়িয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে। সে শেরপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। শনিবার বিকেল থেকে সে নিখোঁজ। লাশ ময়নাতদন্তে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


রিয়াজের মামা আব্দুল হামিদ জানান, শনিবার বিকেল ৫টার দিকে রিয়াজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। গতকাল সকালে শাজাহানপুর থানায় জিডি করেন তার মা। বিকেলে মেলে রিয়াজের লাশ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com