রাজধানীতে ৮ বছরের শিশু খুন, সৎ মা গ্রেপ্তার

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ০১:১৬ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ০১:১৬

সমকাল প্রতিবেদক

রাজধানীর শংকর এলাকায় সায়িম বাবু নামে আট বছরের এক শিশু খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার সৎ মা রেশমা খাতুনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ। রোববার সন্ধ্যায় শিশুটির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

হাজারীবাগ থানার ওসি এ কে সাইদুল হক ভুইয়া জানান, শিশু হত্যার ঘটনায় তার বাবা মো. মাহবুবুল বাদি হয়ে দ্বিতীয় স্ত্রী রেশমাকে আসামি করে মামলা করেছেন। ধারণা করা হচ্ছে-শিশুটিকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিশু সায়িমের বাবা মাহমুদুল গাড়ি চালক। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর রেশমাকে দ্বিতীয় বিয়ে করেন। সায়িম বাবা ও সৎ মায়ের সঙ্গে শংকর এলাকায় ভাড়া বাসায় থাকত। রোববার সন্ধ্যায় ওই বাসায় সায়িমের লাশ পাওয়া যায়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com