
সালমান শাহর মৃত্যু নিয়ে ওয়েব সিরিজ, আইনি নোটিশ সালমানের মায়ের
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ০৩:০৭ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ০৩:০৭
বিনোদন প্রতিবেদক

সালমান শাহ্। বাংলাদেশের চলচ্চিত্রের এক অতুলনীয় নাম। মাত্র তিন বছরের ক্যারিয়ারে করেছিলেন ২৭টি চলচ্চিত্র। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যুকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বলছে আত্মহত্যা । তবে এটা আত্মহত্যা তা মেনে নিতে পারেনি তার বক্তরা। সালমান শাহর মাও মেনে নেননি। ফলে সালমান শাহর মৃত্যু আজও রহস্যই থেকে গেছে।
সেই সালমান শাহের মৃত্যু রহস্য নিয়েই ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য তানিম রহমান অংশু নির্মাণ করেছেন ‘বুকের মধ্যে আগুন’। এতো সালমান শাহ চরিত্রে অভিনয় করেছেন নাটকের জনপ্রিয় অভিনেতা অপূর্ব।
কিন্তু এমন স্পর্শকাতর বিষয়ে সিরিজ বানানো মেনে নিলেন না সালমাহন শাহর মা নিলুফার চৌধুরী। সিরিজটি বন্ধের দাবিতে আইনজীবী ফারুক আহমেদের মাধ্যমে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন। যার মাধ্যমে সালমান শাহ-এর নামে গান, নাটক, সিনেমা বা ওয়েব সিরিজ নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ করার আবেদন জানিয়েছেন। তাই নয়, ‘বুকের মধ্যে আগুন’ নামে ওয়েব সিরিজ নির্মাতা, কলাকুশলী ও অভিনয়শিল্পীদের বিরুদ্ধে অচিরেই ফরমান জারির কথাও জানান নীলা চৌধুরী।
তবে সেই ফরমান প্রকাশের আগেই সালমান শাহ্’র মামা আলমগীর কুমকুম রবিবার (৫ ফেব্রুয়ারি) একটি লিগ্যাল নোটিশ পাঠান সিলেট জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে।
নোটিশে বলা হয়, আমার মক্কেলের ভাগনা সালমান শাহকে মৃত অবস্থায় তাহার বাসায় পাওয়া যায়। আমার মক্কেলের ভাগনার রহস্যজনক মৃত্যুকে একটি মহল ভিন্ন ভাবে প্রবাহিত করার উদ্দেশ্যে তাহা আত্মহত্যা বলিয়া প্রচার করে। এই নিয়ে আমার মক্কেলের দায়েরী মামলা বর্তমানে আদালতে বিচারাধীন আছে। আমার মক্কেল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করিতেছেন যে, সম্প্রতি একটি মহল আমার মক্কেলের ভাগনার মৃত্যু রহস্য নিয়া ধারাবাহিক সিরিজ নির্মাণের পায়তারা করিতেছে। একটি বিচারাধীন বিষয় নিয়া এহেন সিরিজ নির্মাণ করা আইন সম্মত নহে। তাই যে বা যাহারা উক্তরূপ সিরিজ নির্মাণের চেষ্টা করিতেছেন, তাহারা এহেন কর্ম হইতে বিরত থাকিবেন। অন্যথায় আমার মক্কেল আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হইবেন।
এদিকে এই লিগ্যাল নোটিশ প্রসঙ্গে নির্মাতা তানিম রহমান অংশুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নোটিশ এখনও পাননি। তবে এই মামলা বা লিগ্যাল নোটিশের সাথে আমার কোনও কাজের সংযুক্তি খুঁজে পাচ্ছি না। ফলে এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারছি না।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com