বেইজিংয়ে লণ্ঠন উৎসব অনুষ্ঠিত

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ০৪:৪৯ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ০৪:৫৪

অনলাইন ডেস্ক

চলতি মাসের ২২ জানুয়ারি চীনের নতুন বছর শুরু হয়েছে। চীনাদের কেউ কেউ একে ‘চান্দ্রবর্ষ’ কেউবা ‘বসন্ত উৎসব’ হিসেবে প্রতিবছর ঘটা করে উৎসব করে। দেশের বাইরে থাকা চীনারাও এই উৎসবে মেতে উঠে। এই উৎসব উপলক্ষে চীনের বেইজিংয়ে পার্কগুলোতে দেশটির ঐতিহাসিক লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে।

এছাড়া দুই সপ্তাহ ধরে চলা এই উৎসবে বেইজিংয়ের রাস্তাগুলো নানা রঙের লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে। খবর স্পুটনিকের

ঐতিহাসিক তথ্য অনুসারে চীনাদের বসন্ত উৎসবের ইতিহাস দুই হাজার বছরেরও বেশী দীর্ঘ। তবে তখন এই উৎসবের নাম বসন্ত উৎসব ছিল না, উৎসবের দিন তারিখও স্থির করা হয় নি। খৃষ্টপূর্ব দু হাজার এক শ' সালের সময় তখনকার অধিবাসীরা বৃহষ্পতিগ্রহের একবার প্রদক্ষিণের সময়কে এক সুই বলে অভিহিত করতেন, সেই সময় বসন্ত উৎসবের নাম ছিল সুই।

ঐতিহ্য আর রীতি অনুসারে বসন্ত উৎসব চীনের চন্দ্রবর্ষের শেষ মাসের ২৩ তারিখ থেকে নতুন বছরের প্রথম মাসের ১৫ তারিখ অর্থাৎ লন্ঠন উৎসব পর্যন্ত প্রায় তিন সপ্তাহব্যাপী স্থায়ী হয়। বসন্ত উৎসবের ঠিক আগের দিন অর্থাৎ পুরনো বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দিন অর্থাৎ বসন্ত উৎসবের প্রথম দিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি দিন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com