আয়ের উৎস ভ্লগিং

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ১১:৪১ | প্রিন্ট সংস্করণ

আলাউদ্দিন আলাদিন

ইন্টারনেটে নানা ধরনের কনটেন্টের মধ্যে এখন ভিডিওর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বিনোদন থেকে পড়াশোনা, বেড়ানোসহ বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনে ভিডিওর কদর বাড়ছে। ইন্টারনেটে ভিডিওর চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ খাতে বাড়ছে আয়ের সুযোগ। ব্যক্তিগত পর্যায়ে অনেকেই ঘরে বসেই স্বাধীনভাবে ভিডিও তৈরি করে লাখ লাখ ডলার আয় করছেন। ইন্টারনেট নির্ভর ভিডিও তৈরির এ কার্যক্রমই হচ্ছে ভ্লগিং। স্বাধীন লেখালেখির মাধ্যমে যেটা ছিল ব্লগ, মাধ্যম ভিডিও হওয়ায় সেটাকে বলা হচ্ছে ভদ্মগ। আর ভিডিও কনটেন্ট নির্মাতারা পরিচিত হচ্ছে ভদ্মগার হিসেবে।

পরিসংখ্যান মতে, ইউটিউবে প্রতি মিনিটে ৫০০ ঘণ্টারও বেশি ভিডিও আপলোড করা হয়। তবে ভ্লগিং শুরুও আগে এ বিষয়ে খুঁটিনাটি জানা প্রয়োজন। বিশেষ করে এ খাত থেকে যদি ডলার আয়ের ইচ্ছে থাকে তবে ভালোভাবেই জানতে হবে।

কোন বিষয়ে ভিডিও করবেন

ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের মতো মাধ্যমে নানা বিষয়ে ভিডিও দেখা যায়। তো ভ্লগিং শুরুর আগে বেছে নিতে হবে, আপনি কোনো নির্দিষ্ট বিষয়ে ভিডিও তৈরিতে জোর দিতে চান কিনা। আর সেটি হলে আপনি যে বিষয়ে সবচেয়ে ভালো জানেন কিংবা বোঝেন সেটিকেই বেছে নিন। এটি হতে পারে যে কোনো বিষয়ে পড়াশোনার ভিডিও, নাচ কিংবা গানের, সেলাই কাজের, রান্নার, ভ্রমণের প্রভৃতি। শুধু ভিডিও করলেই তো হবে না, সঙ্গে কথা বলারও দক্ষতা চাই। এরপর ভদ্মগিং শুরু করতে হলে আপনার নূ্যনতম কিছু ডিভাইস থাকা লাগবে।

ভ্লগিংয়ের জন্য প্রয়োজন

ভদ্মগিং শুরু করতে হলে ক্যামেরা অথবা স্মার্টফোন, ট্রাইপড, মাইক্রোফোন, লাইটিং, ডেস্কটপ বা ল্যাপটপ জরুরি।

ক্যামেরা/স্মার্টফোন : ভদ্মগিং মানেই ভিডিও। আর ভিডিও করতে ক্যামেরার বিকল্প নেই। ভিডিওর মান যদি ভালো না হয়, তাহলে ভিডিওতে দর্শক টানা যাবে না। ভদ্মগিংয়ের জন্য প্রয়োজন ভালো মানের ক্যামেরা। তবে স্মার্টফোনেও কাজ চালিয়ে নেওয়া যায়। এক্ষেত্রে দরকার ভালো মানের স্মার্টফোন। তবে নিতান্তই বাজেটের সমস্যা না থাকলে ক্যামেরা কেনা ভালো। ক্যামেরায় ভিডিও ধারণ করার জন্য অবশ্যই একটি ট্রাইপড দরকার হবে। ভিডিও ধারণের সময় যে কোনো দিকে ক্যামেরা ঘুরানো বা কম্পন থেকে রক্ষা করতে ট্রাইপড কাজে লাগে। স্মার্টফোনের জন্যও রয়েছে ট্রাইপড।

মাইক্রোফোন :শ্রুতিমধুর ভয়েস রেকর্ড করার জন্য দরকার হবে একটি মাইক্রোফোন। ব্লুটুথ অথবা ইউএসবি যে কোনো এক ধরনের মাইক্রোফোন হলেই হবে।

লাইটিং :আপনি যদি বাসায় বসেই ভিডিও ধারণ করতে চান, তাহলে ভিডিওতে যথেষ্ট পরিমাণ আলোর দরকার পড়ে। তাই কিছু প্রাথমিক লাইটিং প্রয়োজন হবে।

ডেস্কটপ বা ল্যাপটপ :ভিডিও ধারণের পর তা দর্শক উপযোগী করার জন্য ভিডিও এডিট করতে হবে। আপনি নিজে নিজে এডিট করতে চাইলে কম্পিউটার বা ল্যাপটপ দরকার হবে।

ভিডিও ভিউ বাড়ানোর কৌশল

ভিডিও তো করা গেল। এখন কাঙ্ক্ষিত মাধ্যমে আপলোড করতে হবে। ইউটিউবের জন্য আকর্ষণীয় ভিডিও থাম্বনেইল ডিজাইন করতে হবে। থাম্বনেইল হচ্ছে ইউটিউব খুললে স্ট্ক্রিনে যেভাবে ভিডিওটি ভেসে ওঠে। থাম্বনেইল হতে হবে এমন, যেন দেখলেই ক্লিক করতে ইচ্ছে করে। তাহলে আপনার ভিডিও দ্রুত ভিউ বাড়বে। ভিডিওর সঙ্গে সংগতিপূর্ণ রেখে টাইটেল নির্বাচন করতে হবে।

ইউটিউব অথবা ফেসবুক যে কোনো মাধ্যমেই আপনি ভিডিও প্রকাশ করুন না কেন, তাদের গাইডলাইন অনুসরণ করেই আপলোড করতে হবে আপনাকে। আপনি চাইলে ফেসবুক বা ইউটিউবে বিজ্ঞাপন প্রদানের মাধ্যমেও ভিডিওর ভিউ বাড়াতে পারেন। অনেকেই ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে ইউটিউবের ভিডিওর ভিউ বাড়ায়।

আয়ের উৎস

ভ্লগিংয়ের  আয়ের বিভিন্ন উৎস রয়েছে। এর মধ্যে রয়েছে বিজ্ঞাপন, অ্যাফিলিয়েট মার্কেটিং, নিজের পণ্য বিক্রি, স্থানীয় বিজ্ঞাপন প্রদর্শন, ফ্রিল্যান্সিং কিংবা পেইড কনটেন্ট।

বিজ্ঞাপন প্রদর্শন :আপনার ভিডিও চ্যানেলে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে খুব সহজে আয় করা যায়। এটি বেশ সহজ ও প্রচলিত উপায়। আপনি যদি ভদ্মগিংয়ে নতুন হয়ে থাকেন, তাহলে বেছে নিন এই উপায়টিই। গুগল অ্যাডসেন্স বা ফেসবুক মোনেটাইজেশন- এ দুই পদ্ধতিতে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং : অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে বিভিন্ন কোম্পানির পণ্যের কমিশন আয় করতে পারেন। এই পদ্ধতিতে বিজ্ঞাপন প্রদর্শন থেকেও বেশি পরিমাণ আয় করা সম্ভব। অ্যামাজন, ওয়ালমার্টসহ বিশ্বের অনেক জনপ্রিয় ই-কমার্স কোম্পানির অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করা সম্ভব। দেশের মধ্যে দারাজও এ সুযোগ দিচ্ছে।

নিজের পণ্য বিক্রি :এই পদ্ধতি সবচেয়ে স্থায়ী, যার নিয়ন্ত্রণ আপনার হাতেই। পণ্যের ডিজাইন, দাম নির্ধারণ, মার্কেটিং- পুরোটাই নিজের মতো করে সাজিয়ে ব্লগিং করতে পারেন। সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করলে এক সময় ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে পারবেন।

স্থানীয় বিজ্ঞাপন প্রদর্শন :আপনার ভিডিওতে গুগল বা ফেসবুকের বিজ্ঞাপন প্রদর্শন ছাড়াও স্থানীয় কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিজ্ঞাপন নিতে পারেন। এই পদ্ধতিতে বিজ্ঞাপনের মূল্য অনেক বেশি হয়ে থাকে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com