
এবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন যারা
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ১৩:০৬ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ২১:২৩
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় আজ সোমবার সকালে বসে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসর। কমেডিয়ান ট্রেভর নোয়াহ তৃতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করেন।
এবারের আসরে চারটি গ্র্যামি জিতে ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যামি জয়ের রেকর্ডটি নিজের করে নিয়েছেন জনপ্রিয় মার্কিন গায়িকা ও নৃত্যশিল্পী বিয়ন্সে। এবার যারা পুরস্কার জিতেছেন, তাঁদের সংক্ষিপ্ত তালিকা এখানে দেওয়া হলো:
সেরা অ্যালবাম
হ্যারি স্টাইলস - হ্যারিস হাউস
সেরা রেকর্ড
লিজো - অ্যাবাউট ড্যাম টাইম
সেরা গান
বনি রেইট - জাস্ট লাইক দ্যাট
সেরা নতুন শিল্পী
সামারা জয়
সেরা মিউজিক ভিডিও
টেইলর সুইফট - অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম

সেরা পপ (একক) গান
অ্যাডেলে - ইজি অন মি
সেরা পপ (দ্বৈত/দলীয়) গান
স্যাম স্মিথ ও কিম পেট্রাস - আনহলি
সেরা পপ ভোকাল অ্যালবাম
হ্যারি স্টাইলস - হ্যারিস হাউস
সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক রেকর্ডিং
বিয়ন্সে - ব্রেক মাই সোল
সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক মিউজিক অ্যালবাম
বিয়ন্সে - রেনেসা
সেরা আমেরিকান রুটস সং
বনি রেইট - জাস্ট লাইক দ্যাট
সেরা অডিও বুক
ভিওলা ডেভিস - ফাইন্ডিং মি
সেরা রক সং
ব্রান্ডি কারলিলে - ব্রোকেন হর্সেস
সেরা কান্ট্রি সং
ম্যাট রজার্স ও বেন স্টেনিস, গীতিকার (কোডি জনসন) - টিল ইউ ক্যান্ট

সেরা কান্ট্রি অ্যালবাম
উইলি নেলসন - এ বিউটিফুল টাইম
সেরা কনটেম্পরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম
স্নার্কি পাপি - এম্পায়ার সেন্ট্রাল
সেরা রক পারফরম্যান্স
ব্রান্ডি কারলিলে - ব্রোকেন হর্সেস
সেরা মেটাল পারফরম্যান্স
ওজি অসবর্ন ফিচারিং টনি লম্মি - ডিগ্রেডেশন রুলশ
সেরা ইনস্ট্রুমেন্টাল কম্পোজিশন
জফ্রি কীজার - রিফিউজি
সেরা অ্যারেঞ্জমেন্ট, ইনস্ট্রুমেন্টাল বা কাপেলা
জন বিসলে - স্ক্র্যাপেল ফ্রম দি অ্যাপল
সেরা অ্যারেঞ্জমেন্ট, ইনস্ট্রুমেন্টাল ও ভোকাল
ভিন্স মেনডোজা - সংবার্ড (অর্কেস্ট্রা ভার্সন)
সেরা র্যাপ পারফরম্যান্স
কেনড্রিক লামার - দ্য হার্ট পার্ট ফাইভ
সেরা মেলোডিক র্যাপ পারফরম্যান্স
ফিউচার ফিচারিং ড্রেক অ্যান্ড টেমস - ওয়েট ফর ইউ
সেরা র্যাপ সং
কেনড্রিক লামার - দ্য হার্ট পার্ট ফাইভ
সেরা র্যাপ অ্যালবাম
কেনড্রিক লামার - মি. মোরাল অ্যান্ড দ্য বিগ স্টেপারস
সেরা ল্যাটিন পপ অ্যালবাম
রুবেন ব্লেডস অ্যান্ড বোকা লিভরে - পাসিয়েরোস
সেরা মিউজিক আরবান অ্যালবাম
ব্যাড বানি - উন ভারানো সিন তি
সেরা ল্যাটিন রক বা অলটারনেটিভ অ্যালবাম
রোসালিয়া - মোতোমামি
সেরা রিজিওনাল মেক্সিকান মিউজিক অ্যালবাম (তেজানোসহ)
নাটালিয়া লাফোরকেড - উন কান্তো পোর মেক্সিকো: এল মিউজিক
সেরা ট্রপিক্যাল ল্যাটিন অ্যালবাম
মার্ক অ্যান্থনি - পাল্লা ভয়
সেরা আমেরিকান রুটস পারফরম্যান্স
ডার্টি ডজন ব্র্যাস ব্যান্ডের সঙ্গে অ্যারন নেভিল - স্টম্পিন গ্রাউন্ড
সেরা আমেরিকান পারফরম্যান্স
বনি রেইট - মেইড আপ মাইন্ড
সেরা কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া
এনকান্তো
সেরা স্কোর সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া (ফিল্ম ও টেলিভিশনসহ)
জার্মেইন ফ্রাঙ্কো - এনকান্তো
সেরা স্কোর সাউন্ডট্র্যাক ফর ভিডিও গেমস ও অন্যান্য ইন্টারঅ্যাকটিভ মিডিয়া
স্টিফেনি ইকোনোমৌ - অ্যাসাসিনস ক্রিড ভালহাল্লা: ডন অব রাগনারক
সেরা গান (ভিজুয়াল মিডিয়ার জন্য লেখা)
লিন ম্যানুয়েল মিরান্ডা - উই ডোন্ট টক অ্যাবাউট ব্রুনো (এনকান্তো)
সেরা কমেডি অ্যালবাম
ডেভ চ্যাপেলে - দ্য ক্লোজার
সেরা মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম
ইনটু দ্য উডস
সেরা আর অ্যান্ড বি পারফরম্যান্স
মুনি লং - আওয়ারস অ্যান্ড আওয়ারস
সেরা ট্রাডিশনাল আর অ্যান্ড বি পারফরম্যান্স
বিয়ন্সে - প্লাস্টিক অফ দ্য সোফা
সেরা আর অ্যান্ড বি সং
বিয়ন্সে - কাফ ইট
সেরা প্রোগ্রেসিভ আর অ্যান্ড বি অ্যালবাম
স্টিভ লেসি - জেমিনি রাইটস
সেরা আর অ্যান্ড বি অ্যালবাম
রবার্ট গ্ল্যাসপার - ব্ল্যাক রেডিও থ্রি
সেরা মিউজিক ফিল্ম
বিভিন্ন শিল্পী - জ্যাজ ফেস্ট: এ নিউ অরলিন্স স্টোরি
সেরা অলটারনেটিভ মিউজিক পারফরম্যান্স
ওয়েট লেগ - চেইজ লাউঞ্জ
সেরা অলটারনেটিভ মিউজিক অ্যালবাম
ওয়েট লেগ - ওয়েট লেগ
সেরা কান্ট্রি সলো পারফরম্যান্স
উইলি নেলসন - লাইভ ফরএভার
সেরা কান্ট্রি দ্বৈত/গ্রুপ পারফরম্যান্স
কার্লি পিয়ারস ও অ্যাশলে ম্যাকব্রাইডে - নেভার ওয়ান্টেড টু বি দ্যাট গার্ল
সেরা নিউ এজ, অ্যামবিয়েন্ট বা চ্যান্ট অ্যালবাম
হোয়াইট সান - মিস্টিক মিরর
সেরা ইমপ্রোভাইজড জ্যাজ সলো
ওয়াইনি শর্টার ও লিও জেনোভিস - এনডেঞ্জারড স্পেসিস
সেরা জ্যাজ ভোকাল অ্যালবাম
সামারা জয় - লিঞ্জার এ হোয়াইল
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com