কাভার্ডভ্যান আটকে 'ছিনতাই', ঢাবির ৩ শিক্ষার্থী আটক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ১৪:০০ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২৩ । ১৪:০০

সমকাল প্রতিবেদক

গ্রেপ্তার তিন শিক্ষার্থী

রাজধানীতে কাভার্ডভ্যান আটকে 'ছিনতাই' এর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত আড়াইটার দিকে বুয়েট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

সোমবার রমনা বিভাগের ডিসি শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুয়েট এলাকা থেকে তাদেরকে আটক ও পরে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ঢাবির থিয়েটার বিভাগের শিক্ষার্থী ফজলে নাবিদ সাকিল (১৯), ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রাহাত রহমান (২১) ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাদিক আহাম্মদ (২০)। তারা তিন জনই ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। ফজলে নাবিদ সাকিল ও সাদিক আহাম্মদ ঢাবির বিজয় একাত্তর হলের গণরুমে, রাহাত রহমান চকবাজারের একটি ভাড়া বাসায় থাকেন।

ডিসি শহীদুল্লাহ জানান, শনিবার রাতে ওই শিক্ষার্থীরা বুয়েট মসজিদের সামনে একটি কাভার্ডভ্যান আটকিয়ে চালকের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে ৫০ হাজার টাকা না পেয়ে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন। ওই মুহূর্তে পুলিশের টহল টিম দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে চকবাজার থানা পুলিশের সহায়তায় তাদেরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার‌‌‌ করেছে।

ট্রাকচালক আবু তাহের জুয়েল জানান, শনিবার রাত আড়াইটার দিকে তার ছোট ভাই রাশেদসহ লালবাগ থেকে টঙ্গীর দিকে যাচ্ছিলেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বুয়েট মসজিদের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে একটি লাল ও কালো রঙের মোটরসাইকেল নিয়ে এসে তিন জন তার গাড়ির গতিরোধ করে। পরে ট্রাকের সামনে তাদের মোটরসাইকেলটি রেখে তাকে ও তার ভাইকে গাড়ি থেকে নামতে বলে।

ট্রাকচালক আরও জানান, ওই তিন জন তাদেরকে হত্যার ভয়ভীতি দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে মারপিট করে পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা জোর করে ছিনিয়ে নেয়। এ সময় তারা ডাক-চিৎকার দিলে পালিয়ে যাওয়ার সময় শাহবাগ থানার টহল দলের এস আই ওমর ছানী নাঈম এসে আসামিদের আটক করে। পরে পুলিশ সেখান থেকে ট্রাকচালক ও তার ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।

এ ঘটনায় ডিএমপি শাহবাগ থানায় ট্রাকচালক আবু তাহের জুয়েল বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি দস্যুতার মামলা করেন। পরে রোববার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে জানান, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করে গ্রেপ্তার দেখিয়েছে। আইনশৃঙ্খলাবাহিনী ও আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।





© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com